২০২৩ সালে প্রথম ফাইভজি ফোন বাজারে আনল অপো। ফাইভজি নেটওয়ার্কের এই ফোনের মডেল অপো এ৭৮। ফোনের র্যাম, স্টোরেজ এবং প্রসেসর উন্নত হলেও এর বাজার মূল্য অনেকটাই কম।
অপোর নতুন এই ফোনে রয়েছে গুগল অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম, যা চলবে কোম্পানির কালার ওসি ১৩ স্কিনে। এই ফোনে ৬.৫৬ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ।
পারফরমেন্সের জন্য থাকছে ৭ ন্যানোমিটার মিডিয়াটেক হেলিও প্রসেসর। ৮ জিবি র্যামের এই ফোনে রয়েছে ১২৮ জিবি স্টোরেজ। তবে ভার্চুয়াল র্যামের সুবিধা থাকায় মেমরি ১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ফটোগ্রাফির জন্য রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় ৫০ মেগাপিক্সেল সেন্সর। সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা।
৫ হাজার এমএএইচ ব্যাটারির অপোর এই ফোনে রয়েছে ৩৩ ওয়াট সুপারভোক চার্জিং সিস্টেম। যার মাধ্যমে ৬০ মিনিটে ফুল চার্জ হবে এই ফোন।
কালো ও নীল রঙের এই ফোনের বাজার মূল্য ১৮ হাজার ৯৯৯ রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪ হাজার টাকা।