গ্যালাক্সি সিরিজের নতুন ফোন বাজারে এনেছে স্যামসাং। যার মডেল গ্যালাক্সি এ২৩। ডিভাইসটিতে ভার্চুয়াল র্যাম ব্যবহারের সুযোগ থাকায় ১৬ জিবি র্যামের সুবিধা পাওয়া যাবে।
স্যামসাংয়ের এই ফোনে রয়েছে ৫.৮ ইঞ্চি এফএইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে। যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ফোনে অক্টাকোর স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট দিয়েছে স্যামসাং। ৮ জিবি র্যামের এই ফোনে থাকছে ২৫৬ জিবি স্টোরেজ। ভার্চুয়াল র্যাম থাকায় আরও ৮ জিবি ব্যবহারের সুবিধা তো থাকছেই।
ছবি ও ভিডিও ধারণের এই ফোনের পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সঙ্গে ৫ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। এছাড়াও রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির এই ফোন চার্জ দেওয়ার জন্য রয়েছে ২৫ ওয়াটের ফাস্ট চার্জার।
হালকা নীল, কমলা ও সিলভার কালারের এই ফোনের বাজার মূল্য ২৪ হাজার ৯৯৯ রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩১ হাজার টাকা।