অনেকটাই চুপিসারে নতুন ফোন বাজারে এনেছে অনর। যার মডেল অনর এক্স৭এ। লো-বাজেটের ফোন হলেও এতে রয়েছে এলসিডি ডিসপ্লে, মিডিয়াটেক প্রসেসর।
অনরের নতুন এই ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চি এলসিডি ডিসপ্লে। যার এইচডি প্লাস রেজুলেশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট। হাত থেকে পরে গেলেও যাতে ডিসপ্লের কোনো সমস্যা না হয় তার জন্য স্ক্রিনের ওপরে ওয়াটারড্রপ নচ রয়েছে। এই ডিসপ্লে প্যানেলটি ব্যবহারকারীর চোখের ওপর চাপ কম দেবে।
ডিভাইসটিতে মিডিয়াটেক এমটি৬৭৬৫ প্রসেসর রয়েছে। ৬ জিবি র্যামের এই ফোনে রয়েছে ১২৮ জিবি স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ১ টেরাবাইট পর্যন্ত প্রসারিত করা যাবে।
ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে আয়তক্ষেত্রাকার ক্যামেরা মডিউল রয়েছে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেল ডেপ্থ ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর রয়েছে। আর সেলফির জন্য রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা।
পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে ৬,০০০ এমএএইচের বিশাল ব্যাটারি, যা ২২.৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ম্যাজিক ইউআই ৬.১ কাস্টম স্কিনে রান করে।
নিরাপত্তার জন্য একটি সাইড-মাউন্টেড স্ক্যানার ফোনটির পাওয়ার বাটনে এম্বেড করা হয়েছে। ফোনটির বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৯ হাজার ৫৫০ রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার টাকা।