আগামী ২৭ ফেব্রুয়ারি স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত হবে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৩ (এমডাব্লিউসি)। আসন্ন এই প্রযুক্তি সম্মেলনে স্মার্টফোন নির্মাতারা তাদের উদ্ভাবনী পণ্য প্রদর্শন করে থাকে। জানা গেছে, এই সম্মেলনে যুগান্তকারী প্রযুক্তির স্মার্টফোন উন্মোচন করতে যাচ্ছে ওয়ানপ্লাস।
এ বিষয়ে টিপস্টার ম্যাক্স জাম্বোর বলেন, আসন্ন এমডাব্লিউসি ২০২৩ মঞ্চে কনসেপ্ট স্মার্টফোন উন্মোচন করবে ওয়ানপ্লাস। এটিকে ওয়ানপ্লাস কনসেপ্ট টু বলা হচ্ছে। কিন্তু ডিভাইসটিতে কি থাকবে সে সম্পর্কে কিছুই জানা যায়নি।
২০২০ সালে কনজিউমার ইলেকট্রনিক্স শো’তে আসা কনসেপ্ট ওয়ানকে অনুসরণ করে তৈরি করা হয়েছে কনসেপ্ট টু।
উল্লেখ্য, মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ওয়ানপ্লাস তাদের কনসেপ্ট টু’র সাথে ফোল্ডেবল ফোন প্রদর্শন করবে।