বিশ্ব বাজারে আসছে ভিভোর নতুন ফোন। ৩ ফেব্রুয়ারি ভিভো এক্স৯০ প্রো ফোনটি উন্মোচিত হবে। টিপস্টার পারস গুগলানির শেয়ার করা পোস্টার থেকে জানা গেছে, ভিভোর নতুন এই ফোনে থাকবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০ প্রসেসর। যার সঙ্গে ভিভোর নিজস্ব ভি২ ইমেজিং চিপ যুক্ত থাকবে, যা ফটোগ্রাফি, গেমিং ফ্রেম রেট এবং গ্রাফিক্সে সহায়তা করবে। হিট ডিসিপেশনের জন্য ৪,০০২ মিলিমিটার স্কোয়ার সারফেস এরিয়াসহ একটি বিশাল ভিসি লিকুইড কুলিং সেটআপ থাকবে।
এই ফোনে থাকবে ১-ইঞ্চি সনি ক্যামেরা সেন্সর। সনির সেন্সর থাকায় আইফোনের ক্যামেরাও হার মানবে ভিভোর নতুন এই ফোনের কাছে।
ফোনটিতে থাকবে চারটি রিয়ার ক্যামেরা। এগুলো হলো- ৫০ মেগাপিক্সেল ১-ইঞ্চি সনি আইএমএক্স৯৮৯ প্রাইমারি ক্যামেরা, ৪৮ মেগাপিক্সেল আইএমএক্স৫৯৮ আল্ট্রাওয়াইড সেন্সর, ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৭৫৮ পোর্ট্রেট সেন্সর এবং ১০০এক্স ডিজিটাল জুমসহ ৬৪ মেগাপিক্সেল অমনিভিশন ওভি৬৪বি৪০ টেলিফটো ক্যামেরা।
সেলফিপ্রেমীদের জন্য থাকবে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি ক্যামেরায় ফোরকে ভিডিও ধারণ করা যাবে। ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড এ ফোনে রয়েছে ৪,৭০০ এমএএইচ ব্যাটারি।
ফোনের পারফরম্যান্সের জন্য থাকবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০ প্রসেসর। ১২ জিবি র্যামের এই ফোনে থাকবে ৫১২ জিবি স্টোরেজ।
ফোনের বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৯৯৯ ইউয়ান, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৯ হাজার টাকা।