ফেব্রুয়ারি থেকে প্রযুক্তি বাজারে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ২ প্রসেসরযুক্ত স্মার্টফোন আসার গুঞ্জন চলছে। স্ন্যাপড্রাগন ৭ জেন ১ প্রসেসর প্রথম ৭০০ সিরিজকে নতুন নামকরণে বাজারে আনে। ৭৭৮জি সিরিজের মতো এ চিপসেট তেমন জনপ্রিয় না। কিন্তু তার পরও পরবর্তী প্রজন্মের চিপ বাজারজাত করবে প্রতিষ্ঠানটি।
প্রযুক্তি বাজারে গুঞ্জন রয়েছে ১৭ মার্চ স্ন্যাপড্রাগন ৭ জেন ২ ও ৭প্লাস জেন ১ প্রসেসর উন্মোচন করবে কোয়ালকম। উত্তর আমেরিকার চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি ১৭ মার্চ নতুন ইভেন্টের ঘোষণা দিয়েছে। গুঞ্জনের তথ্য সত্য হলে সেদিন প্রতিষ্ঠানটি নতুন চিপসেট উন্মোচন করবে। তবে চিপসেট নিয়ে দ্বিমত রয়েছে।
কারো মতে সেদিন স্ন্যাপড্রাগন ৭প্লান জেন ১ উন্মোচন করা হতে পারে। কারো মতে সেদিন ৮ জেন ২ প্রকাশ পেতে পারে। তবে সব হিসাব অনুযায়ী, স্ন্যাপড্রাগন একটি চিপ উন্মোচন করবে। সেদিক থেকে স্ন্যাপড্রাগন ৭ জেন ২ বাজার আসার সম্ভাবনাই বেশি।
চিপ বাজারজাতের বিষয়ে গুঞ্জন থাকলেও স্ন্যাপড্রাগন ৭ জেন ২-এর বৈশিষ্ট্য সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে গিকবেঞ্চে এসএম৭৪৭৫ নামের একটি চিপসেটের নিবন্ধন পাওয়া গেছে। এতে একটি এআরএম করটেক্স এক্স-২ কোর, তিনটি এআরএম করটেক্স এ৭১০ কোর ও ৪টি এআরএম করটেক্স এ৫১০ কোর রয়েছে। এতে জিপিইউ হিসেবে অ্যাড্রেনো ৭২৫ চিপসেট রয়েছে।
এখনো সব তথ্যের সত্যতা নিশ্চিত না করা গেলেও ধারণা করা হচ্ছে মিড রেঞ্জে ৭ জেন ২ চিপসেটে প্রথম করটেক্স-এক্স২ কোর ব্যবহার করা হবে।
স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপের অনেক ফিচারই ৭ জেন ২-তে রয়েছে। সেদিক থেকে এটি যদি কিছুটা নিম্নমানের হয় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না বলে জানিয়েছেন বিশ্লেষকরা।