শাওমি যতগুলো স্মার্টফোন বাজারে এনেছে তার মধ্যে আলোচিত ফোন ব্ল্যাক শার্ক। এই সিরিজে কয়েকটি ফোন এনে সাড়া ফেলেছে শাওমি। এবার আসছে ব্ল্যাক শার্ক ৬ মডেল।
ব্ল্যাক শার্ক ৬ আগের মডেলের তুলনায় নতুন গেটআপে আসছে।
শাওমি ব্ল্যাক শার্ক ৬ ফোনে নতুন ক্যামেরা আইল্যান্ড ডিজাইন দেখা গেছে। এই ফোনের পেছনে রয়েছে লেদার ফিনিশিং। ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ অনেকাংশেই মিলে যাচ্ছে শার্ক ৫ সিরিজে।
যদিও ফাইনাল প্রোডাক্টটিতে এই সবকিছু থাকবে কি না, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। লিস্টিং থেকে জানা গিয়েছে, ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি রম পর্যন্ত স্টোরেজ থাকবে এই ফোনে।
ডিভাইসটিতে ৬৪ মেগাপিক্সেল সনির আইএমএক্স ৬৮৬ ক্যামেরা দেওয়া হয়েছে।
পারফরমেন্সের জন্য ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ২ সিপিইউ থাকছে। ব্যাকআপের জন্য ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে। ডিভাইসটি চার্জ দেওয়ার জন্য ১২০ ওয়াটের ফাস্ট চার্জার থাকছে।