বর্তমান সময়ে প্রযুক্তি বাজারে বিশেষ করে স্মার্টফোন খাতে ভালো অবস্থান তৈরিতে প্রসেসর অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। অ্যাপল থেকে শুরু করে স্যামসাং, গুগল নিজস্ব চিপ তৈরি করছে। স্যামসাংয়ের এক্সিনোস চিপের জন্য র্যাডিওন গ্রাফিকস তৈরিতে স্যামসাং ও এএমডির মধ্যে মাল্টিইয়ার চুক্তি হয়েছে।
সম্প্রতি দুটি প্রতিষ্ঠান এক ঘোষণার মাধ্যমে এ তথ্য জানিয়েছে। চুক্তির অধীনে স্যামসাংয়ের প্রসেসরের জন্য অধিক সক্ষমতারও জ্বালানি সাশ্রয়ী গ্রাফিকস তৈরি করবে অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস (এএমডি)। এর মাধ্যমে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং আরো মোবাইল ডিভাইসে কনসোলের মতো গ্রাফিকস কোয়ালিটি আনতে পারবে। পাশাপাশি সেলফোনের ব্যাটারি খরচও কমাতে পারবে। এর মাধ্যমে গ্রাহক দীর্ঘ সময় কোনো বাধা ছাড়াই উন্নত গেমিং অভিজ্ঞতা পাবে।
স্যামসাংয়ের অ্যাপলিকেশন প্রসেসর ডেভেলপমেন্ট বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সেওগজুন লি বলেন, ‘ আল্ট্রা-লো-পাওয়ার সলিউশন ডিজাইনের ক্ষেত্রে আমাদের প্রযুক্তিগত জ্ঞানের ওপর ভিত্তি করে আমরা মোবাইল গ্রাফিকসের উন্নয়নে কাজ করে যাব।’
২০১৯ সালে আরডিএনএ গ্রাফিকস আর্কিটেকচার তৈরিতে ও বাজারজাতে প্রথম স্যামসাং এবং এএমডির মধ্যে চুক্তি সম্পন্ন হয়। এর মাধ্যমে ২০২২ সালে স্যামসাং এক্সক্লিপস নামের মোবাইল গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) প্রকাশ্যে আসে। যেটি এএমডির আরডিএনএ ২ আর্কিটেকচারের ওপর নির্ভরশীল।
এক্সক্লিপস হচ্ছে এ খাতের প্রথম মোবাইল জিপিইউ যেখানে হার্ডওয়্যার এক্সিলারেটেড রে ট্রেসিং প্রযুক্তি এবং বিভিন্ন রেটের শেডিং ফিচার রয়েছে, যা মোবাইলে কনসোলের মতো গেমিং অভিজ্ঞতা দিয়ে থাকে। এএমডির র্যাডিওন টেকনোলজিস গ্রুপের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডেভিড ওয়াং বলেন, ‘পরবর্তী প্রজন্মের এক্সিনোস চিপের জন্য স্যামসাং আমাদের উচ্চসক্ষমতার র্যাডিওন গ্রাফিকস পছন্দ করায় আমরা আনন্দিত।’