ফেব্রুয়ারিতে সেলফোনের জন্য ৩০০ ওয়াটের চার্জিং প্রযুক্তি উন্মোচন করেছে শাওমি। এবার সে পথে হাঁটছে অপো। বর্তমানে প্রতিষ্ঠানটি নতুন ফাস্ট চার্জিং প্রযুক্তির উন্নয়নে কাজ করছে যা শাওমির ৩০০ ওয়াটের সমান হবে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্বাসযোগ্য টিপস্টারের বরাতে ডিজিটাল চ্যাট স্টেশন জানায়, অপোর নতুন চার্জিং প্রযুক্তি এখন পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং ৪ হাজার ৪৫০ মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারিতে এ প্রযুক্তি যুক্ত করা হবে। আনুষ্ঠানিকভাবে বাজারে আনা হলে নতুন সুপারভিওওসি সলিউশন হবে বাজারের সবচেয়ে দ্রুত স্মার্টফোন চার্জিং সলিউশন।
ফাস্ট চার্জিং প্রযুক্তি শুধু চার্জ হওয়ার গতির ওপর নির্ভরশীল নয়। পাশাপাশি এটি কত সময়ের মধ্যে তাপ ছড়িয়ে দিতে পারে ও ব্যাটারি ব্যয় নিয়ন্ত্রণ করতে পারে সেটিও গুরুত্বপূর্ণ। অপোর দাবি তাদের সুপারভিওওসি চার্জিং সলিউশন ডিভাইস ৮০ শতাংশ পর্যন্ত চার্জ না হওয়া পর্যন্ত একই গতিতে কাজ করবে। যেখানে রেডমির ৩০০ ওয়াট চার্জিং সলিউশনে মাত্র ৩ সেকেন্ড পর্যন্ত ২৯০ ওয়াট থাকে। নতুস সুপারভিওওসি চার্জিং সলিউশন কবে নাগাদ বাজারে আসবে সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে প্রযুক্তিবিদ ও বিশ্লেষকদের ধারণা, চলতি বছর শেষ হওয়ার আগেই এটি আলোর মুখ দেখবে।
বর্তমানে প্রযুক্তি বাজারে দ্রুত চার্জিং প্রযুক্তির একমাত্র সেলফোন হচ্ছে রিয়েলমি জিটি ৩। এতে ২৪০ ওয়াটের চার্জিং সক্ষমতা রয়েছে। তবে ইনফিনিক্স সম্প্রতি ২৬০ ওয়াটের অলরাউন্ড ফাস্টচার্জ চার্জিং সিস্টেম চালু করেছে। বর্তমানে বাজারে এর অবস্থান দ্বিতীয়। এর পাশাপাশি প্রতিষ্ঠানটি ১১০ ওয়াটের ওয়্যারলেস অল-রাউন্ড ফাস্টচার্জ সলিউশনও এনেছে। অপো যদি তাদের নতুন চার্জিং প্রযুক্তি বাজারে আনতে পারে তাহলে তা নতুন অধ্যায় তৈরি করবে।