১৩ আল্ট্রা বাজারজাতের ঘোষণা দিয়েছে উৎপাদনকারী প্রতিষ্ঠান শাওমি। চলতি মাসে উন্নত ক্যামেরাসংবলিত ডিভাইসটি বাজারে প্রবেশ করবে। কয়েক সপ্তাহ ধরে ডিভাইসটির বাজারজাত নিয়ে গুঞ্জন শেষে আনুষ্ঠানিক এ ঘোষণা এল।
আন্তর্জাতিক পর্যায়ে ডিভাইসটি পাওয়ার বিষয় নিশ্চিতও করেছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠানটি। শাওমি ১৩ আল্ট্রাসম্পর্কিত বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। তবে নতুন ডিভাইসের ক্যামেরা উন্নয়নে বেশি মনোযোগ দিয়েছে শাওমি, এমনটাই মন্তব্য বিশ্লেষকদের। শাওমি ক্যামেরার মানকে অ্যাডাল্ট লেভেলে নিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে। অর্থাৎ এ ডিভাইসে ধারণ করা ছবি খুবই উন্নতমানের হবে।
গুঞ্জনের তথ্যানুযায়ী, শাওমি ১৩ আল্ট্রায় চারটি ৫০ মেগাপিক্সেলের সেন্সর থাকবে। যার মধ্যে দুটি অপটিক্যাল জুমের কাজ করবে। আগের ভার্সনগুলোর তুলনায় এটি বড় ধরনের পরিবর্তন। এছাড়া ডিভাইসে অ্যামোলেড ডিসপ্লে, কিউএইচডিপ্লাস রেজল্যুশন, স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর, ৪ হাজার ৯০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ও ৯০ ওয়াটের ওয়্যারড চার্জিং থাকতে পারে বলেও গুঞ্জন রয়েছে।