চলতি সপ্তাহে ব্রাজিলের বাজারে নতুন তিনটি সেলফোন উন্মোচন করেছে নকিয়ার বাজারজাতকারী প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল। এ ডিভাইসগুলো হলো নকিয়া জি৬০ ফাইভজি, নকিয়া ১০৫ ফোরজি ফিচার ফোন ও নকিয়া টি১০ ট্যাবলেট। এইচএমডি গ্লোবালের এন্ট্রি লেভেলের স্মার্টফোনের বাজার বিস্তারে এ উদ্যোগ নিয়েছে কোম্পানিটি।
২০২২ সালের সেপ্টেম্বরে জি৬০ ফাইভজি ডিভাইসের ঘোষণা দেয়া হয়। এর বাজারমূল্য ১ হাজার ৯৯৯ ব্রাজিলিয়ান রিয়াল। টি১০ ট্যাবলেট ও ১০৫ ফোরজি ডিভাইস দুটির মূল্য যথাক্রমে ১ হাজার ৩৯৯ ও ৩৬৯ রিয়াল।