বাজারে অন্যান্য স্মার্টফোনের থেকে রেডমি স্মার্টফোন বেশি বিক্রি হয়। আর এর কারণ হল কম দামে বেশি ফিচারস্ দেওয়া। বর্তমানে বেশ কম দামে রেডমি দুর্দান্ত সব ফিচারস্ নিয়ে আসছে। আর তাই বাজারে বেশ চাহিদা এই কোম্পানির স্মার্টফোনের।
এক রিপোর্টে জানা গিয়েছে, আগামী ২৯শে এপ্রিল চিনে রেডমি নতুন স্মার্টফোন লঞ্চ করছে। আর সেটি হল রেডমি নোট ১২আর প্রো ।
এই স্মার্টফোনে কি কি সুবিধা মিলবে তা বিস্তারিত দেওয়া রইল। রেডমি নোট ১২আর প্রো একটি রেডমি নোট ১২ ৫জি-এর রিব্র্যান্ডেড ভার্সন। এই স্মার্টফোনটির একটি পোস্টার প্রকাশ করা হয়েছে Weibo-এর তরফে। স্মার্টফোনটিতে 12GB RAM ও 256GB ROM নিয়ে তৈরি। এই স্মার্টফোনটির ডিসপ্লেটি নির্মিত Samsung 6.67-ইঞ্চির AMOLED দ্বারা।
এটিতে ডিসপ্লেতে রয়েছে 1200 নিট ব্রাইটনেস ও 120HZ রিফ্রেশ রেট। এছাড়া সেলফি তোলার জন্য ফ্রন্ট ক্যামেরা রয়েছে 8MP ও ব্যাক ক্যামেরা রয়েছে 48MP। স্মার্টফোনটির শক্তি সঞ্চয়ের জন্য রয়েছে Snapdragon 4 Gen 1 প্রসেসর। ফোনটির ব্যাটারি দেওয়া রয়েছে 5000mAh। এছাড়া রয়েছে LPDDR4x RAM এবং UFS 2.2 স্টোরেজ। 33W দ্রুত চার্জিং-এর ব্যবস্থা রয়েছে।
এছাড়া রয়েছে Fast UFS 2.2 স্টোরেজ অপশনটির সাথে LPDDR4x RAM। অতিরিক্ত ফিচারস্ রয়েছে যেমন IP53 রেটিং, মাইক্রোএসডি কার্ড স্লট, সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, NFC, 3.5mm অডিও জ্যাক। স্মার্টফোনটি কত টাকায় পাওয়া যাবে তা নিয়ে বিশেষ কিছু জানা যায়নি।