আইফোন ১৫ এবং ১৫ প্লাস তৈরি হবে ভারতেই। এই ফোন তৈরি করবে টাটা। চলতি বছরের সেপ্টেম্বরেই নতুন আইফোন উৎপাদন শুরু হবে। iphoneরিসার্চ ফার্ম ট্রেন্ড ফোর্সের প্রতিবেদন অনুযায়ী, টাটা ইতিমধ্যে নতুন দুই আইফোন তৈরি অর্ডার পেয়েছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ভারতে উইস্ট্রনের প্রোডাকশন লাইন অধিগ্রহণের কারণে টাটা এই অর্ডারটি নিতে সক্ষম হচ্ছে।
২০২৩ সালে বিভিন্ন আইফোন মডেলের অ্যাসেম্বলি অর্ডারে টাটার অংশ ৫ শতাংশ হলেও অ্যাপল চীনের বাইরে তাদের ইউপাদন স্থানান্তর করছে, বিষয়টি তারই ইঙ্গিত দিয়েছে।
উল্লেখ্য, অ্যাপল ইতিমধ্যে ভারতে আইফোন এসই, আইফোন ১২ এবং আইফোন ১৪ তৈরি করছে।