চীনের বাজারে ২০২২ সালের ডিসেম্বরে ২৪৯ ইউয়ান বা ৩৬ ডলার মূল্যে ব্যান্ড ৭ বাজারজাত করে অনর। চীনের পর এবার ইউরোপের বাজারে প্রায় দ্বিগুণ মূল্যে ডিভাইসটি উন্মোচন করেছে কোম্পানিটি।
মিটিওরাইট রঙে ইউরোপের গ্রাহক এখন ব্যান্ড ৭ ক্রয় করতে পারবে। এর মূল্য ৫৯ দশমিক ৯৯ পাউন্ড। এছাড়া এমারাল্ড গ্রিন, মিটিওরাইট ব্ল্যাক ও কোরাল পিংক এ তিন রঙে ৪৯ দশমিক ৯৯ ইউরোয় ডিভাইসটি কেনা যাবে। আগের ভার্সনের মতো নতুন ব্যান্ডের ডিজাইনও একই। এতে ১ দশমিক ৪৭ ইঞ্চির কালার অ্যামোলেড ডিসপ্লে দেয়া হয়েছে। ডিসপ্লের সুরক্ষায় ২ দশমিক ৫ডি কার্ভড গ্লাস দেয়া হয়েছে। বাইরে গ্লসি মেটাল বর্ডার দেয়া হয়েছে। এতে ব্লাড অক্সিজেন মনিটরিং, হার্ট রেট মনিটরিং, স্লিপ ট্র্যাকিংসহ বেশকিছু ফিচার রয়েছে।
অনর ব্যান্ড ৭-এ যে ব্যাটারি দেয়া হয়েছে সেটি ১৪ দিন পর্যন্ত ব্যাকআপ দেবে বলে দাবি কোম্পানিটির। এতে ফাস্ট চার্জিং ও কানেক্টিভিটির জন্য ব্লুটুথ ভার্সন ৫.২ রয়েছে।
অ্যান্ড্রয়েড ৯, আইওএস ১১ ও এর পরের ভার্সনযুক্ত সেলফোনের সঙ্গে এটি যুক্ত করে ব্যবহার করা যাবে।