স্মার্ট ওয়্যারেবল ডিভাইসের বাজারে নতুন মডেল টিকওয়াচ ৫ প্রো উন্মোচন করেছে মবভই। চলতি মাসের শুরুতে ডিভাইসটির টিজার দেখিয়ে আসছিল কোম্পানিটি। অবশেষে একাধিক আকর্ষণীয় ফিচার নিয়ে ডিভাইসটি বাজারে এলো।
কোম্পানিটির হালনাগাদ ওয়্যাররেবল ডিভাইসে ১ দশমিক ৪৩ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এতে কর্নিংয়ের গরিলা অ্যান্টি-ফিঙ্গারপ্রিন্ট কভার গ্লাস প্রটেকশনও রয়েছে।
নতুন স্মার্টওয়াচটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ডব্লিউ৫প্লাস জেন ১ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি আগের ভার্সনগুলোর তুলনায় উন্নত।
টিকওয়াচ ৫ প্রো তে প্রিমিয়াম ডিজাইন ও কেসিংয়ে ৭০০০ সিরিজের অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে। স্মার্ট মোডে ওয়্যারেবল ডিভাইসটি ৮০ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দেবে।
এছাড়া এসেনশিয়াল মোডে ৪৫ দিন পর্যন্ত ব্যাকআপ দেবে বলে দাবি কোম্পানির। এছাড়া নতুন ডিভাইসে ফাস্ট চার্জিং সুবিধাও যুক্ত করা হয়েছে। ৩০ মিনিটের মধ্যে ৬৫ শতাংশ চার্জ দেয়া সম্ভব হবে। ডিভাইসে হার্ট রেট সেন্সর, ব্লাড অক্সিজেন ম্যাপিং, স্কিন টেম্পারেচার সেন্সরসহ আরো ফিচার রয়েছে।
অন্যান্য উল্লেখযোগ্য ফিচারের মধ্যে এটিতে ওয়াটার রেজিস্ট্যান্ট, এমআইএল-এসটিডি-৮১০এইচ মিলিটারি ডিউরেবিলিটি রেটিং রয়েছে। ফলে দুর্যোগপূর্ণ আবহাওয়াতেও সমস্যা হবে না। ওয়্যারেবলে ২ জিবি র্যাম ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে।
বর্তমানে একটি রঙে ডিভাইসটি কেনা যাবে। এর মূল্য ৩৪৯ দশমিক ৯৯ ডলার বা ৩৪ হাজার ৯৯৯ রুপি।