ইউরোপের বাজারে থাকা গ্যালাক্সি এস২৩ ফ্যান এডিশনের সফটওয়্যার উন্নয়নের কাজ শুরু করেছে স্যামসাং। গ্যালাক্সি ক্লাব ডট এনএলের সাম্প্রতিক এক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
গ্যালাক্সি এস২৩ ফ্যান এডিশন বাজারে থাকবে কি থাকবে না—এ নিয়ে জল্পনা-কল্পনার পর আপডেটের বিষয়টি প্রকাশ্যে এল। সাম্প্রতিক প্রতিবেদনে শুধু বাজারে এর উপস্থিতির বিষয়টি জানানো হয়নি, পাশাপাশি ডিভাইসটির বেশকিছু বৈশিষ্ট্যের বিষয়েও জানানো হয়েছে। ফার্মওয়্যারের পরীক্ষা শুরুর বিষয়ে প্রতিবেদনে যে তথ্য দেয়া হয়েছে সেটি নিশ্চিত করে যে ভবিষ্যতে হয়তো স্যামসাং ডিভাইসটি বাজারজাত করতে পারে।
তথ্যানুযায়ী, স্যামসাং এসএম-এস৭১১বি মডেল নম্বরের একটি ডিভাইসে ফার্মওয়্যারের পরীক্ষা শুরু করেছে। যেটি এস২৩ এফইর ইউরোপিয়ান ভার্সন। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার ভার্সনে এখনো কোনো আপডেটের উদ্যোগ নেয়া হয়নি। যেহেতু স্যামসাং বর্তমানে ফার্মওয়্যার নিয়ে কাজ শুরু করেছে, তাই প্রযুক্তিবিদদের ধারণা ভবিষ্যতে হয়তো কোরিয়ান এ প্রযুক্তি জায়ান্ট ডিভাইসটি বাজারে আনতে পারে।