দ্রুত গতিতে জনপ্রিয়তা লাভ করেছে রেডমি। মাঝে বেশ কয়েক দিন নতুন কোনো ফোন লঞ্চ করেনি কোম্পানি। সাময়িক বিরতির পর কার্যত সবাইকে চমকে দিতে চলেছে জনপ্রিয় এই কোম্পানি। তুমুল আলোচনা চলছে Redmi Note 14 Pro Max -কে কেন্দ্র করে।
রেডমি নোট ১৪ প্রো ম্যাক্স স্মার্টফোনে আপনি একাধিক ফিচার পাবেন এবং দামও হয়তো অনেকের বাজেটের বাজেটের মধ্যে থাকতে পারে। টেক এবং গ্যাজেট প্রেমীদের মধ্যে ব্যাপকভাবে আলোচনায় রয়েছে Redmi নোট ১৪ প্রো ম্যাক্স। এই ফোনে আপনি পাবেন শক্তিশালী ব্যাটারি সহ ও আধুনিক সুযোগ সুবিধা। আসুন এই ফোন সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক।
এই স্মার্টফোনে আপনি ১২০ হার্জের রিফ্রেশ রেট এবং ৬.৯ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে পাবেন। এটি ১২টি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে কাজ করতে সক্ষম। এতে স্ন্যাপ ড্রাগনের লেটেস্ট ৫জি প্রসেসর কোম্পানি দিয়েছে বলে জানা গিয়েছে।
ভালো প্রসেসরের সঙ্গে কোম্পানির পক্ষ থেকে ভালো স্টোরেজ ক্যাপাসিটি ফোনে দেওয়া হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী , রেডমি নোট ১৪ প্রো ম্যাক্স মোবাইলে আপনি ১২ গিগাবাইট RAM এর পাশাপাশি ১২৮ গিগাবাইট এবং ২৫৬ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজের অপশন পাবেন।
তবে এই ফোনটির অন্যতম আকর্ষনের বিষয় এর ক্যামেরা। Redmi Note 14 Pro Max স্মার্টফোনটির মূল আকর্ষণ একটি ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা। এটিই ফোনের মূল ক্যামেরা। শুধু তাই নয়, মেইন ক্যামেরার পাশাপাশি এতে ৩২ মেগাপিক্সেলের মাইক্রো ক্যামেরা এবং আরেকটি ১৬ মেগাপিক্সেল ক্যামেরা দেখতে পাবেন।
এতে সেলফি তোলার জন্য আপনাকে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। এর ভিতরে পাবেন ৮০০০ এমএএইচ ব্যাটারি। স্মার্টফোনে ফাস্ট চার্জিংয়ের সুবিধা দেখতে পাবেন। দাম হয়তো সবার বাজেটের মধ্যে হবে না। তবে টেক প্রেমীদের অনেকে হয়তো ৩৬ হাজার ৯৯৯ টাকা দিয়ে এই ফোন কিনতে পারেন। যদিও কোম্পানির পক্ষ থেকে এখনই নিশ্চিত করে কিছু বলা হয়নি।