গতবছর মে মাসে অপো তাদের এক্সক্লুসিভ সাব ব্র্যান্ড রিয়েলমি এর সূচনা করে এবং এই সাব ব্র্যান্ডের প্রথম ফোন রিয়েলমি ১ ফোনটি লঞ্চ করে। এই ফোনটির সফলতার পর কোম্পানি আগস্টে রিয়েলমি২ লঞ্চ করে । এরপর বাজারে আনা রিয়েলমি ৩ ফোন বিক্রির দিক দিয়ে রেকর্ড সৃষ্টি করেছে। সর্বশেষ বাজারে আসা রিয়েলমি ৩ প্রো মডেলটিও সেই ট্রেন্ড ধরে রেখেছে। ৮ মিনিটে ফোনটির ১ লাখ ৭০ হাজার ইউনিট বিক্রি হয়েছে। আগামী ৩ মে ই-কমার্স সাইট ফ্লিপকার্টে ও রিয়েলমির ওয়েবসাইটে ফোনটির ফ্ল্যাশ সেল শুরু হবে।
স্ন্যাপড্রাগন ৭১০ চিপসেট ছাড়াও রিয়েলমি ৩ প্রো তে থাকছে ৬জিবি র্যাম আর ৪০৪৫ এমএএইচ ব্যাটারি। রিয়েলমি ৩ প্রো তে থাকবে ৬.৩ ইঞ্চি এফএইচডি+ ডিসপ্লে। এই অ্যান্ড্রয়েড পাই অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব কালার ওএস ৬.০ স্কিন।
পেছনে রয়েছে ১৬ ও ৫ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা। সামনে আছে ২৫ মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনটি বাজারে আনা হয়েছে কার্বন গ্রে, নিট্রো ব্লু ও লাইটেনিং পার্পেল রঙে।