বাজারে এলো নতুন সাশ্রয়ী দামের ফোন। এই ফোন এনেছে ভারতে হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান লাভা। ফোনটির মডেল ব্লেজ ২ ৫জি। এই ফোনে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে।
এই ফোনে রয়েছে অত্যন্ত আকর্ষণীয় একটি গ্লাস ব্যাক ডিজাইন। ফোনের পিছনে রয়েছে রিং লাইট। পারফরম্যান্সের জন্য এই ফোনে একটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০২০ প্রসেসর দেওয়া হয়েছে। ফোনটি ভারতে মোট দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। তাদের একটি ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ। অন্যটি ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। রম ১ টেরাবাইট পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে। ভারতে এই ফোনের দাম শুরু ১০ হাজার রুপি থেকে।
চলতি বছরে লাভা একাধিক স্মার্টফোন লঞ্চ করেছে। বিভিন্ন সেগমেন্টেই এসেছে এই ফোন। এবার এক এন্ট্রি লেভেলের নতুন হ্যান্ডসেট। কম দামের এই ফোনে রয়েছে ভালো ক্যামেরা, ডিজাইন এবং ৫জি কানেক্টিভিটি।গ্লাস ব্ল্যাক, গ্লাস ব্লু এবং গ্লাস ল্যাভেন্ডার এই তিনটি কালার অপশনে পাওয়া যাবে ফোনটি।
নতুন লাভা ফোনে রয়েছে ৬.৫৬ ইঞ্চির এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে। রয়েছে একটি ২.৫ডি কার্ভড স্ক্রিন, যার রিফ্রেশ রেট ৯০ হার্জ। অটো-কল রেকর্ডিং সাপোর্ট করে ফোনটি। অতিরিক্ত সুরক্ষার জন্য রয়েছে সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
পারফরম্যান্সের জন্য এই ফোনে রয়েছে একটি অত্যন্ত শক্তিশালী মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০২৯ প্রসেসর। ফোনটি চলবে অ্যানড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে। ব্যাকআপের জন্য রয়েছে একটি ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
দাম কম হলে কী, ফোনের ক্যামেরা সেটআপ চমৎকার। লাভা ব্লেজ ২ ৫জি মডেলের ফোনের সামনে ও পেছনে দেইটি ক্যামেরা রয়েছে। পেছনে রয়েছে একটি ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা এবং সামনে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য দেয়া হয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং সেন্সর। ফিল্ম, স্লো মোশন, টাইমল্যাপস, ইউএসইচডি, জিআইএফ, বিউটি, এইচডিআর, নাইট, প্রো, পোর্ট্রেইট, এআই, প্যানোরমা, ফিল্টার্স এবং ইন্টেলিজেন্স স্ক্যানিংয়ের মতো মোড অফার করছে ফোনটি।