শাওমির ব্যবহারকারীরা বর্তমানে ১৪ সিরিজের স্মার্টফোনের অপেক্ষায়। তবে স্মার্টফোন উন্মোচনের আগে বিশ্ববাজারে নতুন ল্যাপটপ শাওমি বুক ১৪ উন্মোচন করেছে চীনের প্রযুক্তি কোম্পানিটি।
শাওমি বুক ১৪-তে ১৪ ইঞ্চির ২.৮কে রেজল্যুশনের ডিসপ্লে দেয়া হয়েছে, যা ব্যবহারকারীদের উন্নত ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেবে। এটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট পর্যন্ত সাপোর্ট করে থাকে এবং সর্বোচ্চ উজ্জ্বলতা ৩০০ নিটস পিক।
কনফিগারেশনের দিক থেকে দুটি ভ্যারিয়েন্টে ল্যাপটপটি কেনা যাবে। হায়ার এন্ড ডিভাইসে ইন্টেলের ১২ প্রজন্মের কোর আই৫-১২৫০০এইচ প্রসেসর, ইন্টেল আইরিশ এক্সই গ্রাফিকস, ১৬ জিবি এলপিডিডিআরফাইভ র্যাম ও ৫১২ জিবি পিসিআইই ৪.০ এসএসডি রয়েছে।
অন্য ভার্সনটিতে কোর আই৩ ১২২০পি প্রসেসর, ইন্টেল ইউএইচডি গ্রাফিকস, ৮ জিবি এলপিডিডিআরফাইভ র্যাম ও ২৫৬ জিবি এসএসডি রয়েছে।
ল্যাপটপগুলোতে ৫৬ ওয়াট আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ১২ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দেবে বলে দাবি কোম্পানির। একে এইচডিএমআই ২.১, ইউএসবি সি ৩.২ জেন ২, ওয়াইফাই৬ ও ব্লুটুথ ৫.২ কানেক্টিভিটি রয়েছে।
অপারেটিং সিস্টেম হিসেবে শাওমি বুক ১৪-তে উইন্ডোজ ১১ দেয়া হয়েছে। তবে ল্যাপটপের দাম সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। কবে নাগাদ এগুলো আন্তর্জাতিক বাজারে আসবে সে বিষয়েও কোম্পানি থেকে তথ্য পাওয়া যায়নি।