আগামী ২৩ নভেম্বর চীনের বাজারে নতুন সিরিজ রেনো ১১ নিয়ে আসার ঘোষণা দিয়েছে অপো। এই সিরিজে অপো রেনো ১১ ও অপো রেনো ১১ প্রো- নামে দুটি ফোন থাকতে পারে। মডেলগুলো চারটি রঙে পাওয়া যাবে।
চীনের মাইক্রোব্লগিং ওয়েবসাইট ওয়েবুর এক পোস্টের মতে, ২৩ নভেম্বর স্থানীয় সময় দুপুর ২টায় এক লঞ্চিং ইভেন্টে সিরিজটি উন্মোচন করা হবে।
অপোর ওয়েবসাইটে ফোনটির ডিজাইন ও স্পেসিফিকেশন নিয়ে কিছু তথ্য প্রকাশ করা হয়েছে। ফোনটির এসএলআরের মত প্রোট্রেইট ছবি তুলতে পারবে। ফ্লোরাইট ব্লু, মুনস্টোন, টারকোয়েজ, ফিরোজা ও ওবসিডিয়ান ব্ল্যাক–এই চারটি রংয়ে ফোনগুলো পাওয়া যাবে। মডেলগুলোতে ত্রিপল ক্যামেরাও থাকবে বলে ওয়েবসাইটে প্রকাশিত ছবি থেকে জানা যায়।
ফোনগুলোতে কার্ভ–এজ অলেড স্ক্রিন থাকবে। রেনো ১০ সিরিজের মত ক্যামেরার জন্য স্ক্রিনে হোল–পাঞ্চ থাকবে এবং ডিসপ্লেতেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। দুটি মডেলেই অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কালারওএস ১৪ অপারেটিং সিস্টেম থাকবে।
অপো রেনো ১১ প্রো ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটসহ ১ দশমিক ৫কে রেজল্যুশন ডিসপ্লে থাকবে। এতে চিপসেট হিসেবে স্ন্যাপড্রাগন ৮ জেন +জেন ১ ও এলপিডিডিআর ৫ এক্স র্যাম ব্যবহার করা হয়েছে। এই মডেলের পেছনে ত্রিপল ক্যামেরা থাকবে। প্রধান ক্যামেরায় সনি আইএমএক্স ৮৯০, সনি আইএমএক্স ৩৫৫ আল্ট্রা ওয়াইড ক্যামেরা ও ২ এক্স অপটিক্যাল জুমসহ সনি আইএমএক্স ৭০৯ টেলিফোটো সেন্সর থাকতে পারে। এতে ৪,৭০০ এমএইচ ব্যাটারি ও ৮০ ওয়াটের চার্জিং সার্পোট পাওয়া যেতে পারে।
এই মডেলে কার্ভ ডিসপ্লে থাকবে। চিপসেট হিসেবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ থাকবে। প্রধান ক্যামেরায় সনির এলওয়াইটি ৬০০ সেন্সর, সনি আইএমএক্স ৩৫৫ আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং সনি আইএমএক্স ৭০৯ টেলিফোটো সেন্সর থাকতে পারে। এই মডেলে ৪,৭০০ এমএইচ ব্যাটারি ও ৬৭ ওয়াটের চার্জিং সার্পোট পাওয়া যেতে পারে।