ফ্ল্যাগশিপ ক্যাটাগরিতে রেডম্যাজিক সিরিজের নতুন সেলফোন উন্মোচন করেছে জিটিই। রেড ম্যাজিক ৯ প্রো নামের ডিভাইসটি চীনের বাজারে আনা হয়েছে।
ডিভাইসটির অন্যতম একটি ফিচার হলো এর সমানাকৃতির ডিসপ্লে। এছাড়া এতে কোনো নচ দেয়া হয়নি। এর পরিবর্তে পঞ্চম প্রজন্মের আন্ডার ডিসপ্লে ফ্রন্ট ক্যামেরা দেয়া হয়েছে। ডিভাইসটিতে ৬ দশমিক ৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার রেজল্যুশন ২৪৮০x১১৬০ পিক্সেল।
এছাড়া এতে ২১৬০ হার্টজ পর্যন্ত পিডব্লিউএম অ্যাডজাস্টমেন্ট ফিচার রয়েছে।
রেড ম্যাজিক ৯ প্রো স্মার্টফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি উন্নত পারফরম্যান্স, ভালো কুলিং সিস্টেমযুক্ত। ৯ প্রোতে ৬ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ও ৮০ ওয়াটের চার্জিং সক্ষমতা রয়েছে।
অন্যদিকে রেড ম্যাজিক ৯ প্রো প্লাসে ৫ হাজার ৫০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ও ১৬৫ ওয়াটের চার্জিং সুবিধা দেয়া হয়েছে। ৩৫ মিনিটে ডিভাইস ফুল চার্জ দেয়া সম্ভব। দুটি মডেলেই ইউএসবি ৩.২ জেন ২ ব্যবহার করা হয়েছে।
এছাড়া স্টেরিও স্পিকার, শক্তিশালী ভাইব্রেশন মোটর, ৩ দশমিক ৫ মিলিমিটারের হেডফোন জ্যাক, এনএফসি চিপ ও আইআর ব্লাস্টার রয়েছে। দুটি ডিভাইসেই ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে।
এর মধ্যে দুটি ৫০ মেগাপিক্সেল ও একটি ২ মেগাপিক্সেলের ক্যামেরা। রেড ম্যাজিক ৯ প্রো ডার্ক নাইট ৮/২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ৬১৫ ডলার, ১২/২৫৬ জিবি ভ্যারিয়েন্ট ৬৭০ এবং ১২/৫১২ জিবি ভ্যারিয়েন্টের দাম ৭২৫ ডলার।
অন্যদিকে প্রো প্লাস ডার্ক নাইট ১৬/২৫৬ জিবির দাম ৭৭০ ডলার, ১৬/৫১২ জিবির দাম ৮১০ এবং ২৪/১ টেরাবাইট স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯৮০ ডলার।