পরবর্তী প্রজন্মের চিপসেট তৈরিতে স্যামসাংয়ের সঙ্গে কাজ করবে না কোয়ালকম। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, চিপের উন্নয়নে স্যামসাংয়ের প্রযুক্তি ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে কোয়ালকম। খবর গ্যাজেটস নাউ।
এখন থেকে কোয়ালকম সম্পূর্ণরূপে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির (টিএসএমসি) সঙ্গে চিপ বিকাশে কাজ করবে। গত মে মাসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠানটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৪-এর জন্য ডুয়াল সোর্সিং কৌশলের পরিকল্পনা করছে। তখন ধারণা করা হয়েছিল দীর্ঘমেয়াদি সরবরাহকারী টিএসএমসির পাশাপাশি স্যামসাংয়ের সঙ্গেও চিপ নির্মাণে কাজ করবে কোয়ালকম। তবে নতুন প্রতিবেদন অনুসারে আসন্ন স্ন্যাপড্রাগন ৮ জেন ৪-এর জন্য শুধু টিএসএমসির সঙ্গে কাজ করবে চিপ নির্মাতা প্রতিষ্ঠানটি।
ধারণা করা হচ্ছে, স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ চিপটিতে ৩ ন্যানোমিটার প্রযুক্তি ব্যবহার করা হবে। তবে টিএসএমসির বানানো ৩ ন্যানোমিটার প্রসেসরের সঙ্গে স্যামসাংয়ের ৩ ন্যানোমিটার প্রসেসরের তুলনা করার সময় হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সাম্প্রতিক বছরগুলোতে চিপ প্রযুক্তিতে স্যামসাংয়ের চেয়ে এগিয়ে রয়েছে টিএসএমসি। এর আগে স্যামসাংয়ের তৈরি স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর ব্যবহারে সমস্যা তৈরি হয়েছিল। কোয়ালকম এরই মধ্যে জানিয়েছে, তাদের স্ন্যাপড্রাগন জেন ৪ প্রথম কাস্টম ওরিয়ন সিপিইউ কোরসহ প্রসেসর হবে। তাই কোয়ালকম চিপ উৎপাদন ও মানের সঙ্গে সমস্যাগুলোর পারফরম্যান্সের কোনো ধরনের আপস করতে চায় না বলেই টিএসএমসির সঙ্গে কাজ করবে।