অনেক দিন ধরেই স্নাপড্রাগন ৮৫৫ চিপসেট ব্যবহার করে নতুন রেডমি ফোন লঞ্চের কানাঘুষো চলছে। তবে এমআই ব্র্যান্ডের অধীনেও একটি স্নাপড্রাগন ৮৫৫ চিপসেট ব্যবহার করে নতুন স্মার্টফোন লঞ্চের পরিকল্পনা করছে শাওমি। ইতিমধ্যে ‘হারকিউলিস’ ছদ্মনামে এই ফোন সামনে এসেছে। শাওমি ‘হারকিউলিস’ ফোনে থাকবে স্নাপড্রাগন ৮৫৫ চিপসেট। এই ফোনে থাকবে ট্রিপল ক্যামেরা আর ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।
এক্সডিএ ডেভোলপারস ওয়েবসাইটে এক ব্যক্তি জানিয়েছেন ‘হারকিউলিস’ ছদ্মনামে একটি ফোন নিয়ে আসছে শাওমি। এই ফোনে থাকছে স্নাপড্রাগন ৮৫৫ চিপসেট। সম্প্রতি এক রিপোর্টে এই ফোনের ক্যামেরার একাধিক খবর সামনে এসেছে। রিপোর্টে বলা হয়েছে এই ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। তবে ফোনের সামনে দুটি ক্যামেরা।
এই ফোনে থাকবে এনএফসি সাপোর্ট। ভালো গেমিং অভিজ্ঞতার জন্য নতুন ফোনে জিপিইউ ওভারক্লকিং করবে শাওমি।
কোম্পানির এক বা একাধিক স্মার্টফোনে এই ফিচার থাকতে পারে। খবর অনুযায়ী এমআই মিক্স সিরিজের অধীনে চিনে এই স্মার্টফোন লঞ্চ হবে। তবে এই ফোনের নাম নিশ্চিতভাবে জানানো হয়নি। এমআই মিক্স ৩এস অথবা এমআই মিক্স ৪ নামে বাজারে আসবে এই স্মার্টফোন।