বিদায়ী ২০২৩ সাল জুড়ে বিশ্বে সবচেয়ে আলোচিত বিষয়ের মধ্যে অন্যতম কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। চিকিৎসা, যোগাযোগ, আর্থিক খাত, বিনোদন বা পরিবেশবান্ধব প্রযুক্তি খাতেও এআইনির্ভর উদ্ভাবন সবার নজর কেড়েছে। বছরের শেষে ইঙ্গিত পাওয়া গেল, আপনার কবে মৃত্যু হবে, তাও নাকি ঠিকঠিক বলে দিচ্ছে এআই।
মানব সভ্যতার আদিকাল থেকেই যে মৌলিক প্রশ্নগুলো আমাদের চিন্তা জগতে ঘোরাফেরা করে, তার মধ্যে অন্যতম হলো কবে আমাদের মৃত্যু হবে? প্রত্যেক মানুষের জীবনে অনিবার্য হলেও কেউই জানে না, কবে হবে মৃত্যু। বিশ্বের কোনো জ্যোতিষীও মৃত্যু নিয়ে ভবিষ্যদ্বাণী করার সাহস দেখান না। এবার সেই দুঃসাহসিক কাজই সফলভাবে করে দেখাল এআই। দাবি করা হচ্ছে, আপনার কবে মৃত্যু হবে তা সঠিকভাবে বলে দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা।
হৃদরোগের ঝুঁকি আছে কিনা ১০ বছর আগেই জানাবে এআইহৃদরোগের ঝুঁকি আছে কিনা ১০ বছর আগেই জানাবে এআই
ডেনমার্কের টেকনিক্যাল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা এই এআই মডেলটি তৈরি করেছেন। তাঁরা জানিয়েছেন, আপাতত ডেনমার্কের জনগণের ব্যক্তিগত তথ্য ব্যবহার করে মডেলটি তৈরি করা হয়েছে। তাঁরা ২০০৮ থেকে ২০২০ সাল পর্যন্ত সংগৃহীত ৬০ লাখ নাগরিকের স্বাস্থ্য ও কর্মক্ষেত্রের তথ্য বিশ্লেষণ করেছেন। নাগরিকদের শিক্ষা, আয়, পেশার তথ্য এবং তাদের কতবার ডাক্তার দেখাতে হয়েছে, কতবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে, বিভিন্ন স্বাস্থ্যগত চিকিৎসার ফলাফল বিশ্লেষণ করা হয়েছে। এরপর সেই তথ্যভাণ্ডারকে গবেষকেরা শব্দে রূপান্তরিত করেছেন এবং সেগুলো ‘লাইফটুভেক’ নামে একটি বৃহৎ ভাষাভিত্তিক এআই মডেলে যুক্ত করেছেন।
নেচার কম্পিউটেশনাল সায়েন্স জার্নালে এই গবেষণা সম্পর্কে একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে। গবেষণার পরের ধাপে গবেষকেরা পরীক্ষা করেন, তাঁদের দেওয়া তথ্য ব্যবহার করে এআই মডেলটি মানুষের মৃত্যুর সঠিক ভবিষ্যদ্বাণী করতে পারে কিনা। এ জন্য ৩৫ থেকে ৬৫ বছর বয়সী একদল মানুষের তথ্য সংগ্রহ করেন গবেষকেরা। এই ব্যক্তিদের অর্ধেকের ২০১৬ থেকে ২০২০ সালের মধ্যে মৃত্যু হয়েছিল। তাদের তথ্য দিয়ে, কারা বেঁচে আছে আর কারা মারা গেছে, তার ভবিষ্যদ্বাণী করতে বলা হয়েছিল এআই মডেলটিকে। ফলাফল আসে চমকে দেওয়া। ৭৮ শতাংশ ক্ষেত্রে সঠিক ভবিষ্যদ্বাণী করেছে এআই।
এই গবেষণার অন্যতম গবেষক সুনে লেহম্যানের মতে, এআইয়ের সঠিক ভবিষ্যদ্বাণী করার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো, এই গবেষণায় প্রমাণ হয়েছে, মানুষের জীবনকে বিভিন্ন ঘটনার একটি দীর্ঘ ক্রম হিসেবে বিবেচনা করা সম্ভব। যেভাবে একটি বাক্য গঠিত হয় একাধিক শব্দ দিয়ে। মানুষের জীবনও সেই রকম বিভিন্ন ঘটনাক্রম দিয়ে সাজানো।
লাইফটুভেকের ভবিষ্যদ্বাণীতে ধরা পড়েছে, সমাজের নেতৃত্ব স্থানে থাকা বা উচ্চ আয়ের ব্যক্তিদের বেশিদিন বাঁচার সম্ভাবনা বেশি থাকে। অন্যদিকে, পুরুষ, দক্ষতা বেশি থাকা বা মানসিক রোগ থাকলে মৃত্যুর ঝুঁকি বেশি থাকে। এক্ষেত্রে কোনো ব্যক্তির অতীত ইতিহাস এবং ঘটনাগুলোর ওপর ভিত্তি করে তার ভবিষ্যত সম্পর্কে বলার চেষ্টা করা হয়েছে।