স্মার্টফোন প্রযুক্তি শিল্প ফিজিক্যাল সিম কার্ড থেকে ডিজিটাল ই-সিমের দিকে স্থানান্তর হচ্ছে। সে ধারাবাহিকতায় পিক্সেল ডিভাইসে শিগগিরই আইফোনের মতো ডেডিকেটেড ই-সিম কনভার্সন টুল যুক্ত করবে গুগল।
২০২৩ সালের অক্টোবরে পিক্সেল ৮ স্মার্টফোনের লাইনআপে ই-সিম ট্রান্সফার টুল চালু করেছিল যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্টটি। গুগলের সর্বশেষ অ্যান্ড্রয়েড ১৪-এর বেটা ৩ ভার্সনে ই-সিম কনভার্সন টুল আনার কোড দেখা গেছে। সিম ম্যানেজার অ্যাপটির মাধ্যমে প্রাথমিকভাবে ফোন সেটআপের সময় সহজেই ফিজিক্যাল থেকে ই-সিমে রূপান্তর করা সম্ভব।
ই-সিম মূলত বর্তমানে প্রচলিত সিমকার্ডের বিকল্প। এটি স্মার্টফোনের অভ্যন্তরে চিপ হিসেবে কাজ করে। কিন্তু এটি শুধু একটি নেটওয়ার্ক ব্যবহারের সুবিধা দেয়। তবে গুগল এরই মধ্যে একটি ই-সিমের মাধ্যমে দুটি নেটওয়ার্ক ব্যবহারের ফিচার এনেছে। অ্যান্ড্রয়েড ১৪ বেটা ৩ আপডেটে থাকা অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোর জন্য ই-সিম ট্রান্সফার টুল ফিচারটি চালু করতে ফোনের সেটিংস অপশনে যেতে হবে। সেখানে নেটওয়ার্ক ও ইন্টারনেট অপশন থেকে সিম সেটিংসে প্রবেশ করে মোবাইল নেটওয়ার্ক নির্বাচন করতে হবে। এরপর সিম রূপান্তর প্রক্রিয়া চালু হবে।
স্মার্টফোনের বাইরে ই-সিম স্মার্টওয়াচ, ট্যাবলেট ও ইন্টারনেট অব থিংস বা আইওটির মতো ডিভাইসে অনায়াসে ব্যবহার করা যায়। ই-সিম প্রযুক্তি ইলেকট্রনিক বর্জ্য কমানোর পাশাপাশি স্মার্টফোন ব্যবহারকারীদের সহজে নেটওয়ার্ক পরিবর্তন করার সুযোগ করে দেবে বলে আশা প্রকাশ করেছেন প্রযুক্তিবিদরা।