ওয়াই সিরিজের নতুন ফোন নিয়ে বাজারে শিগগিরই হাজির হচ্ছে ভিভো। যার মডেল ওয়াই২০০ই। এটি একটি ৫জি স্মার্টফোন। যা অচিরেই বাজারে আসতে চলেছে। এই ফোনটি একটি বিশেষ ডিজাইন এবং বিভিন্ন রঙের বিকল্পের সঙ্গে আসবে। ফোনটিতে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে। এর বাদবাকি ফিচারও দুর্দান্ত।
কোম্পানির টিজার অনুসারে, ফোনটি নীল এবং কমলা দুটি রঙের বিকল্পে আসবে। এতে ডায়মন্ড ব্ল্যাক এবং জাফরান ডিলাইট শেড থাকবে। এর কমলা রঙের বিকল্প ভেগান লেদার ফিনিশে আসবে।
ফোনটির পেছনের প্যানেলে ক্রিস-ক্রস প্যাটার্নের মতো স্টিচ দেওয়া হবে। ফোনটি প্লাস্টিক ব্যাক দিয়ে আসবে। ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটিতে অরা ফ্ল্যাশ লাইট দেওয়া হবে।
ফোনটি দুইটি র্যাম অপশন ৬ জিবি এবং ৮ জিবিতে পাওয়া যাবে। র্যাম ১৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এই ফোনে থাকবে ৬.৬৭ ইঞ্চির সুবিশাল ডিসপ্লে। যার রিফ্রেশ রেট ১২০ হার্জ। যা ১২০০ নিটস পর্যন্ত উজ্জ্বলতা দেবে। এতে ফুল এইচডি প্লাস অ্যামোলিড প্যানেল ব্যবহৃত হয়েছে।
ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেনারেশন ২ মডেলের চিপসেট দেওয়া হয়েছে। হ্যান্ডসেটটি চলবে অ্যানড্রয়েড ১৩ কিংবা ১৪ অপারেটিং সিস্টেমে। ব্যাকআপের জন্য এই ফোনে দেওয়া হচ্ছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। যা চার্জ দেওয়ার জন্য ভিভো ৪৪ ওয়াটের ফাস্ট চার্জার দেবে। ফোনের প্রধান ক্যামেরা ৫০ মেগাপিক্সেলের। সঙ্গে ২ মেগাপিক্সেলের আরেকটি ক্যামেরাও থাকছে। সেলফির জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেন্সর।
ফোনটিতে একটি ইন – ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে। ফোনটিতে ডুয়াল স্টেরিয়ো স্পিকার দেওয়া হবে। ফোনটি আইপি৫৪ রেটিংসহ কেনা যাবে। এর ওজন মাত্র ১৮৫.৫ গ্রাম। পুরুত্ব প্রায় ৭.৭৯ মিলিমিটার।
ফোনটির আনুমানিক দাম ২০-২২ হাজার টাকার মধ্যেই থাকবে। এখন বাজারে আসলে এর প্রকৃত দাম জানা যাবে।