মটোরোলা ওয়ান সিরিজে আসতে চলেছে নতুন স্মার্টফোন। নতুন মটোরোলা ওয়ান ভিশন ফোনের প্রধান আকর্ষন ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা। সাথে থাকছে একটি ২১:৯ ডিসপ্লে। এর আগে জানা গিয়েছিল মটোরোলা ওয়ান ভিশন ফোনে থাকবে স্যামসাং এক্সিনস ৯৬০৯ চিপসেট। ১৫ মে ব্রাজিলের সাও পাওলো শহরে এক ইভেন্টে এই ফোন লঞ্চ করবে মটোরোলা।
সম্প্রতি জার্মানির এক ওয়েবসাইটে মটোরোলা ওয়ান ভিশন ফোনের ফুল স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। একই সাথে এই ফোনের ছবি প্রকাশিত হয়েছে। ছবিতে মটোরোলা ওয়ান ভিশন ফোনে হোল পাঞ্চ ডিসপ্লে দেখা গিয়েছে। ফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা। ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের মধ্যে রয়েছে কোম্পানির লোগো। জার্মান ওয়েবসাইটে প্রকাশিত ছবিতে দুটি রঙে এই ফোন দেখা গিয়েছে।
মটোরোলা ওয়ান ভিশন স্পেসিফিকেশন
মটোরোলা ওয়ান ভিশন ফোনে থাকতে পারে একটি ৬.৩ ইঞ্চি ২১:৯ ফুল এইচডি+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি স্যামসাং এক্সিনস ৯৬০৯ চিপসেট, ৪জিবি র্যাম আর ১২৮ জিবি স্টোরেজ।
ছবি তোলার জন্য মটোরোলা ওয়ান ভিশন ফোনে থাকবে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। এই ক্যামেরায় অপ্টিকাল ইমেজ স্টেবিলাইজেশান থাকবে। সাথে থাকবে ২৫ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা। এই ফোনে অ্যান্ড্রয়েড ৯ পাই অপারেটিং সিস্টেম চলবে। নীল ও সোনালি রঙে পাওয়া যাবে মটোরোলা ওয়ান ভিশন। ফোনের ভিতরে থাকবে ৩৫০০ এমএএইচ ব্যাটারি।