অপো এ৯ এর উন্নত সংস্করণ এ৯এক্স অনেকটা নীরবেই উন্মোচিত হয়েছে। অপো এ৯ এক্স ফোনে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা, ফুল এইচডি প্লাস ডিসপ্লেসহ থাকছে আকর্ষণীয় ফিচার। ফোনটির ২১ মে থেকে চীনে বিক্রি শুরু হবে। দেশের বাজারে কবে আসবে তা এখনো জানা যায়নি।
ফোনটিতে ৬.৫৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর রেজুলেশন ২৩৪০*১০৮০ পিক্সেল এবং রেশিও ১৯.৫ঃ৯। স্ক্রিন থেকে বডি রেশিও ৮৪.৯%। এতে ২.১ গিগাহার্জ অক্টাকোর মিডিয়াটেক হেলিও পি৭০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর জিপিউ মালি-জি৭০ এমপি৩। এতে ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ব্যবহার করা হয়েছে। যা মাইক্রো এসডি কার্ড দিয়ে ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোনটিতে ৪, হাজার ২০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ব্যাটারি দ্রুত গতিতে চার্জ দেওয়ার জন্য রয়েছে ভোক ৩.০।
ফোনটির পেছনে রয়েছে ডুয়েল ক্যামেরা। মূল ক্যামেরাটি ৪৮ (অ্যাপার্চার এফ/১.৭) মেগাপিক্সেলের এবং ৫ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। যা দিয়ে ১০৮০ পিক্সেলে ভিডিও করা যাবে। সেলফি তোলার জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা, এর অ্যাপার্চার এফ/২.০।
অপ্পো এ৯এক্স এর দাম ধরা হয়েছে ১,৯৯৯ ইউয়ান (২৪,৫০০ টাকা)।