বছরের শুরুতে গ্যালাক্সি এম সিরিজে তিনটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছিল স্যামসাং । এই ফোনগুলি হল স্যামসাং গ্যালাক্সি এম ৩0, গ্যালাক্সি এম ২0 আর গ্যালাক্সি এম ১0। অ্যান্ড্রয়েড ওরিও অপারেটিং সহ লঞ্চ হয়েছিল এই ফোনগুলি। লঞ্চের সময় এই তিন ফোনে অ্যান্ড্রয়েড পাই আপডেট পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিল দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি।
অবশেষে স্যামসাং গ্যালাক্সি এম ৩0, গ্যালাক্সি এম ২0 আর গ্যালাক্সি এম ১0 ফোনে অ্যান্ড্রয়েড পাই অপারেটিং সিস্টেম আসতে চলেছে। ৩ জুন এই ফোনগুলিতে আপডেট পৌঁছে যাবে। এই আপডেটের পরে ফোনের পারফর্মেন্সে উন্নতি হবে বলে জানিয়েছে স্যামসাং।
শুক্রবার এক বিবৃতিতে স্যামসাং জানিয়েছে, স্যামসাং গ্যালাক্সি এম ৩0, গ্যালাক্সি এম ২0, গ্যালাক্সি এম ১0 আপডেট রিলিজের দিন ক্রমশ এগিয়ে আসছে। ভারতে ৩ জুন থেকে গ্যালাক্সি এম সিরিজের ফোনে অ্যান্ড্রয়েড পাই আপডেট পাঠানো শুরু হবে।
স্যামসাং জানিয়েছে এই আপডেটের ফলে আরও সুরক্ষিত হবে গ্যালাক্সি এম সিরিজের তিনটি স্মার্টফোন। এছাড়াও পারফর্মেন্সে উন্নতি হবে বলে জানিয়েছে কোম্পানি। তবে এই আপডেটে ঠিক কী কী পরিবর্তন আসছে তা জানা যায়নি।
২০১৯ সালের জানুয়ারি মাসে লঞ্চ হয়েছিল স্যামসাং গ্যালাক্সি এম ২0 আর স্যামসাং গ্যালাক্সি এম ১0। পরে ফেব্রুয়ারি মাসে বাজারে আসে স্যামসাং গ্যালাক্সি এম ৩0।