মোবাইল ফটোগ্রাফিকে অন্য উচ্চতায় নিতে উন্মোচিত হয়েছে অনার ২০ সিরিজ। অনার ২০ তে ফ্ল্যাগশিপ প্রসেসর, কোয়াড ক্যামেরাসহ থাকছে আকর্ষণীয় সকল ফিচার। অনার ২০ এর দাম ধরা হয়েছে ৫০০ ইউরো (৪৭,০৪৫ টাকা)।
ফোনটিতে ৬.২৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি পাঞ্চ হোল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর রেজুলেশন ১০৮০*২৩৪০ পিক্সেল এবং রেশিও ১৯.৫ঃ৯। স্ক্রিন থেকে বডি রেশিও ৮৪.২%। এতে ২.৬ গিগাহার্জ অক্টাকোর কিরিন ৯৮০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর জিপিউ মালি-জি৭৬ এমপি১০।
ডিভাইসটিতে ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ব্যবহার করা হয়েছে। ফোনটিতে মেমরি কার্ড ব্যবহার করা যাবে না।
ফোনটির পেছনে থাকছে ৪টি ক্যামেরা। মূল ক্যামেরাটি ৪৮ (অ্যাপার্চার এফ/১.৮) মেগাপিক্সেলের সনি আইএমএক্স৫৮৬ সেন্সর। অন্য তিনটি হলো ১৬ (অ্যাপার্চার এফ/২.২) আল্ট্রা ওয়াইড লেন্স, ২ (অ্যাপার্চার এফ/২.৪) ওয়াইড ম্যাক্রো লেন্স ও ২ (অ্যাপার্চার এফ/২.৪) ডেপথ সেন্সর ব্যবহার করা হয়েছে।সেলফি তোলার জন্য থাকছে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা যা দিয়ে ১০৮০ পিক্সেলে ভিডিও করা যাবে।
এতে ৩ হাজার ৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ব্যাটারি দ্রুত গতিতে চার্জ দেওয়ার জন্য রয়েছে ২২.৫ ওয়াটের ফাস্ট চার্জিং, এটি দিয়ে ২৪ মিনিটে ৫০% চার্জ দেওয়া যাবে।
এর অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ৯ পাই ও ম্যাজিক ২.১ ব্যবহার করা হয়েছে। ফোনটির সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ব্যবহার করা হয়েছে আর থাকছে ফেইস আনলক ফিচার। এতে হেডফোন জ্যাক ও রেডিও নেই। টাইপ-সি পোর্ট ব্যবহার করা হয়েছে। ফোনটি বাজারে নীল, সাদা ও কালো রঙে পাওয়া যাচ্ছে। ফোনটি দেশের বাজারে কবে আসবে তা এখনো জানা যায়নি। জানা গেলে জানিয়ে দেওয়া হবে।