আগামি কাল বাজারে আসছে শাওমির নতুন স্মার্টফোন রেডমি কে২0 । চীনা স্মার্টফোন নির্মাতা ঘোষণা করেছেন যে তারা একটি বড় মাইলফলক পৌঁছেছে, জানুয়ারিতে বাজারে আসা রেডমি নোট ৭ সিরিজের এর ১০ মিলিয়ন (১ কোটি) ইউনিট বিক্রি হয়েছে।
মাত্র ১২৯ দিনে ১ কোটি ইউনিট বিক্রি করেছে এ উপলক্ষ্যে শাওমি ও রেডমি টিমের কর্মীদেরকে নিয়ে কেক কাটেন শাওমির প্রতিষ্ঠাতা লেই জুন। সাফল্য উদযাপনে শাওমির সিইও, লেই জুন ওয়েইবো এবং টুইটারে পোষ্ট করেছে ।
শাওমির সিইও, লেই জুন এবং কোম্পানির বেশিরভাগ নির্বাহীগণ সর্বশেষ অর্জন ভাগ করে নিতে ওয়েইবো এবং টুইটারে এসেছেন।রেডমি নোট ৭ এর সাফল্যতার ধারাবাহিকতা ধরে রাখতে মঙ্গলবার রেডমি কে২০ উন্মোচন করবে প্রতিষ্ঠানটা ।
জানুয়ারিতে বাজারে আসা রেডমি নোট ৭ সিরিজ চলতি বছরের প্রথম প্রান্তিকে বিশ্বব্যাপী ৪ মিলিয়ন (৪০ লাখ) ইউনিট বিক্রি হয়েছে। দ্বিতীয় প্রান্তিকের এপ্রিল ও মে মাসে বিক্রি হয়েছে ৬ মিলিয়ন (৬০ লাখ) ইউনিট।রেডমি নোট ৭ সিরিজের ফোন দুটি হলো রেডমি নোট ৭ ও রেডমি নোট ৭ প্রো। সাশ্রয়ী দামের ফোন দুটিতে ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা থাকায় জনপ্রিয় হয়েছে রেডমি নোট ৭ সিরিজ।