গ্যালাক্সি নোট ১০ বাজারে আসতে আরও কয়েক মাস বাকি। তার আগেই তথ্য ফাঁস হয়েছে ফোনটির । ফাঁস হওয়া তথ্যমতে স্মার্টফোনটিতে থাকছেনা কোন হেডফোন জ্যাক ও ভলিউম বাটন ।
অ্যান্ড্রয়েড পুলিশ তথ্যমতে, স্যামসাং গ্যালাক্সি নোট ১০ দুটি মাপ বাজারে ছাড়া হবে । স্যামসাংয়ের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকীতে ফোনটি বাজারে আসতে পারে ।
ডিসপ্লের সামনে মাঝের অংশে একটি ক্যামেরা হোল রয়েছে। যার আশেপাশে কোনো বেজেল নেই। ফোনটির ব্যাপারে খুব বেশি কিছু জানায়নি কনসেপ্ট ক্রিয়েটর। গ্যালাক্সি নোট ১০ ফোনে থাকতে পারে স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসর। ৬ ও ৮ জিবি র্যাম সংস্করণে পাওয়া যেতে পারে ফোনটি।