নিজেদের নতুন গ্যালাক্সি ফোল্ড স্মার্টফোনটি বাজারে আনতে আরও সময় নিতে পারে স্যামসাং। জুনে বাজারে আসার কথা ছিল এ স্মার্টফোনটির। কিন্তু বর্তমান অবস্থায় ন্যূনতম জুলাই পর্যন্ত হলেও অপেক্ষা করতে হবে আগ্রহী ক্রেতাদের।
টেকটাইমস জানিয়েছে, নতুন এই স্মার্টফোনটি যাতে আরও টেকসই করা সম্ভব হয়, সেজন্যই বাড়তি সময় নিচ্ছে স্যামসাং। শুরু থেকে ক্রেতা ও প্রযুক্তিপ্রেমীরা আগ্রহী থাকলেও, সমস্যা শুরু হয় স্মার্টফোনটির রিভিউ ইউনিট নিয়ে। রিভিউয়ের জন্য গ্যালাক্সি ফোল্ড-এর কিছু সংখ্যক সেট পাঠানো হয়েছিল সাংবাদিকদের কাছে। পরবর্তীতে ধরা পড়লো দৈনন্দিন ব্যবহারে সহজেই ক্ষতি হচ্ছে নতুন এ স্মার্টফোনটির ইনার ডিসপ্লের। ফলে ঠিকমতো কাজ করছে না ফোনটি।
এ ইস্যুতে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের ইলেকট্রনিক পণ্য বিক্রেতা বেস্ট বাই গ্যালাক্সি ফোল্ডের আগের সব প্রি-অর্ডার বাতিল করেছে। এদিকে, স্যামসাংয়ের প্রধান নির্বাহী ডিজে কোহ ক্রেতাদের আশ্বস্ত করেছেন যে বাজারে আনতে খুব বেশি সময় নেবেন না তারা। তবে নির্ধারিত কোনও দিন তারিখ এখনও জানাননি তিনি।