বৈশ্বিক বাজারে শিগগিরই জি সিরিজের নতুন স্মার্টফোন উন্মোচন করতে যাচ্ছে ভিভো। এরই মধ্যে ভিভো জি৫এক্স নামের এ ডিভাইস চীনের বাজারে উন্মোচন করা হয়েছে। ডিভাইসটি এখন ভারতসহ ক্রমবর্ধমান স্মার্টফোন বাজারগুলোয় উন্মোচনের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। খবর গ্যাজেটস থ্রিসিক্সটি ডিগ্রি।
ভিভো জি৫এক্সে ১০৮০–২৩৪০ পিক্সেল রেজল্যুশনের ৬ দশমিক ৫৩ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। অ্যান্ড্রয়েড পাইয়ের ওপর ভিত্তি করে তৈরি ভিভোর নিজস্ব ফানটাচ ওএস৯ চালিত ডিভাইসটি ডুয়াল সিম সমর্থন করবে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭১০ অক্টা-কোর প্রসেসর সংবলিত এ ডিভাইসের দুটি সংস্করণে ৬৪ ও ১২৮ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধা মিলবে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ২৫৬ গিগাবাইট পর্যন্ত বর্ধিত করা যাবে। ভিভো জি৫এক্সে ১৬, ৮ ও ২ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১৬ মেগাপিক্সেলের সেলফি শুটার লেন্স ব্যবহার করা হয়েছে। ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি সংবলিত ডিভাইসটি ফোরজি এলটিই নেটওয়ার্ক সমর্থন করবে। এতে কানেক্টিভিটির জন্য আছে ব্লুটুথ, ওয়াইফাই ও জিপিএস সুবিধা।