বিশ্বের বিভিন্ন দেশে মোবাইল গেম পাবজির (PUBG) ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। নির্মম এবং নিষ্ঠুর এই গেমের বিরুদ্ধে ইন্দোনেশিয়ার মুসলিম একটি গ্রুপ সম্প্রতি ফতোয়া জারি করেছে।
ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের প্রভাবশালী উলেমা কাউন্সিল পাবজি গেমের বিরুদ্ধে ফতোয়া জারি করে জানিয়েছেন, এই গেম খেলার মাধ্যমে ইসলাম ধর্মকে অসম্মান করা হয় এবং এটিতে আসক্তদের সহিংসতার প্রতি আকৃষ্ট হওয়ার সম্ভাবনা থাকে।
উলেমা কাউন্সিল স্থানীয়দের প্রতি এই গেম খেলা থেকে নিজেদের বিরত থাকার আহ্বান জানান। এছাড়া স্থানীয় সরকার যেন সরাসরি পাবজি গেম নিষিদ্ধ করে আইন জারি করে সে ব্যাপারেও তারা দৃষ্টি আকর্ষণ করেন।
আচেহ উলেমা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান ফয়সাল আলি বার্তা সংস্থা এএফপিকে বলেন,‘আমাদের ফতোয়া অনুযায়ী পাবজিসহ এধরনের অন্যান্য গেমগুলো হারাম। কারণ এধরনের গেম সহিংসতার সৃষ্টি করে এবং মানুষের আচরণের পরিবর্তন ঘটায়। ’
বিস্তারিত কিছু বর্ণনা না করে তিনি বলেন,‘এই গেম ইসলামকে অসম্মানও করে। ’
প্রসঙ্গত,আচেহ প্রদেশের বেশিরভাগ বাসিন্দাই ইসলাম ধর্মাবলম্বী। ফলে ইন্দোনেশিয়ার একমাত্র এই অঞ্চলেই শরিয়া আইনের প্রচলন রয়েছে। শরিয়া আইন অনুযায়ী, এখানে মদ কেনা বেচা করা, ব্যভিচার করা এবং সমকামিতা নিষিদ্ধ। ধরা পড়লে প্রকাশ্যে বেত্রাঘাত করা হয়। এই অঞ্চলে পাবজি গেমের ব্যাপক জনপ্রিয়তা দেখে স্থানীয় ধর্মীয় নেতারা সতর্ক হয়ে এটির বিরুদ্ধে ফতোয়া জারি করতে সম্মত হন।
এই ব্যাপারে ফয়সাল আলি বলেন,‘ আচেহ প্রদেশে শিশুরাতো বটেই এমনকি প্রাপ্তবয়স্কদেরও মধ্যেও এই গেম খেলার প্রতি ব্যাপক আসক্তি দেখা গেছে। তারা যেকোন স্থান থেকে মোবাইল ফোনে এই গেম খেলে থাকে। দিন দিন এই অবস্থা আরো খারাপের দিকেই যাচ্ছে। ’
উল্লেখ্য,পাবজি গেমের সহিংসতার কারণে ইতিমধ্যেই ইরাক এবং নেপালে এই গেমটি নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া ভারতের গুজরাত রাজ্যেও এটি নিষিদ্ধ।