নতুন তিন স্মার্টফোন নোভা ৫, নোভা ৫ প্রো এবং নোভা ৫আই উন্মোচন করেছে হুয়াওয়ে। এর পাশাপাশি নতুন কিরিন ৮১০ প্রসেসরও উন্মোচন করেছে চীনা প্রতিষ্ঠানটি।
সাম্প্রতিক সময়ে নিজস্ব মোবাইল অপারেটিং সিস্টেম আনতেও কাজ করছে প্রতিষ্ঠানটি। তবে, এটি ছয় মাসের আগে পুরোপুরি প্রস্তুত হবে না বলেও জানিয়েছেন হুয়াওয়ের কর্মকর্তারা।
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান দ্বন্দের মধ্যেও নতুন তিন স্মার্টফোন উন্মোচন করলো প্রতিষ্ঠানটি।
নোভা ৫ ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে নতুন কিরিন ৮১০ প্রসেসর। আর নোভা ৫ প্রোতে ব্যবহার করা হয়েছে কিরিন ৯৮০ প্রসেসর, যা এর আগে হুয়াওয়ের পি৩০ প্রো এবং মেট ২০ ডিভাইসে দেখা গেছে– খবর প্রযুক্তি সাইট ভার্জের।
ডিভাইসগুলোর র্যাম এবং স্টোরেজের ক্ষেত্রেও পার্থক্য রাখা হয়েছে। নোভা ৫-এ রয়েছে ছয় গিগাবাইট র্যাম এবং ১২৮ গিগাবাইট স্টোরেজ। আর আট গিগাবাইট র্যাম এবং ২৫৬ গিগাবাইট স্টোরেজ রয়েছে নোভা ৫ প্রোতে।
চলতি মাসের শেষে চীনের বাজারে আসার কথা রয়েছে স্মার্টফোন তিনটি। নোভা ৫-এর বাজার মূ্ল্য বলা হয়েছে ৪০৭ মার্কিন ডলার, নোভা ৫ প্রো’র দাম ৪৩৬ ডলার এবং নোভা ৫আইয়ের বাজার মূল্য ৩২০ ডলার।