পার্ক এবং রাস্তায় ঘোরাঘুরি করা বখাটে ছেলেদের কান ধরে উঠবস করিয়েছেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। এছাড়া কয়েকজনকে পুলিশেও সোপর্দ করেছেন তিনি।
এদিকে মঙ্গলবার (১৬ জুলাই) দুপরে ১৮ জন ছাত্রছাত্রীকে অভিযান চালিয়ে আটক করেছে পুলিশ। এক ঘন্টা পর তারা আর শহরের পৌর পার্কে কোন ধরণের অসামাজিক কাজ কর্ম করবে না বলে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
জানা গেছে, সংসদ সদস্যের নির্দেশে পুলিশ প্রায় পার্কে অভিযান চালায়। সাংসদ নিজেও রাস্তায় বখাটে ছেলেদের ধরে কান ধরে ওঠবস করান এবং পুলিশে সোপর্দ করেন।
https://www.facebook.com/812124275627913/videos/2443149919254401/
এদিকে মঙ্গলবার এমপি একরামুল করিম চৌধুরী তার ফেসবুক স্ট্যাটাসে নিজের অভিযানের কিছু ছবি পোস্ট করে লিখেছেন- অভিভাবকদের বলছি আপনার সন্তানের খোঁজ খবর রাখুন। স্কুল-কলেজ চলাকালীন সময়ে ক্লাস ফাঁকি দিয়ে পার্কে ঘুরাঘুরি করছে কি না খবর নিন। কোথায় যাচ্ছে, লেখাপড়া করছে কি না খেয়াল রাখুন সুস্পষ্ট ভাবে। স্কুল, কলেজ চলাকালীন সময়ে কোন শিক্ষার্থী পার্কে ঘুরাঘুরি করলে পুলিশ থানায় ধরে নিয়ে শাস্তি প্রদান করবে। আজকেও স্কুল-কলেজ চলাকালীন সময়ে পার্কে শিক্ষার্থীরা আড্ডা দিচ্ছে দেখে পুলিশ থানায় নিয়ে গেছে। আমি পুলিশকে বলে দিয়েছে, ওদের অভিভাবকরা থানায় আসলে তাদের দায়িত্বে ওদেরকে সতর্ক করে ছেড়ে দিতে। আশা করি এ ধরনের ঘটনা পুনরায় না হউক
সুধারাম থানার পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) আবদুল বাতেন ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে বলেন, প্রতিদিন স্কুল ও কলেজ ফাঁকি দিয়ে ছাত্র-ছাত্রীরা পার্কে এসে আড্ডা দেন। তাই এমপি সাহেবের নির্দেশে পার্কে অভিযান চালিয়ে কিছু সংখ্যক ছাত্রছাত্রীকে আটক করা হয়।