ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে রয়েছে একাধিক ইমোজি। এর মধ্যে যেসব ইমোজি যৌনতার সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হচ্ছে সেগুলো মুছে দিতে চলেছে ফেসবুক। যার মধ্যে রয়েছে মধ্যাঙ্গুলি প্রদর্শন, বেগুন, পীচ এবং জলের ফোঁটা ইত্যাদি।
ইনস্টাগ্রাম অবশ্য অনেক আগেই বেগুনকে তাদের ইমোজি তালিকা থেকে বাদ দিয়েছে। নতুন নির্দেশিকাতে বলা হয়েছে, যে নিষিদ্ধ ইমোজিগুলোতে যৌন ক্রিয়াকলাপের বার্তা স্পষ্ট করতে ব্যবহার করা যেতে পারে তা তুলে নেবে ফেসবুক। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস, এই সময়।
জানা গেছে, ‘যৌন আবেদন’ রোধ করার উদ্দেশ্যে এই পদক্ষেপ করা হয়েছে। তবে সোশ্যাল মিডিয়াতে অনেকেই এই পদক্ষেপটি চূড়ান্ত সমালোচনা শুরু করেছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্যবহৃত ইমোজিদের গোপন অর্থ নিয়ে সমালোচনা শুরু হয়েছে। ভারতে এরইমধ্যে বেগুন ও পীচ ইমোজি মুছে দিয়েছে ফেসবুক। অর্থাৎ হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে আর পাওয়া যাবে না এই ইমোজি।
তবে বাংলাদেশের ফেসবুক, ইনস্টাগ্রাম ও ওয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এখনো বেগুন, পীচ এবং জলের ফোঁটা ইমোজিগুলো ব্যবহার করতে পারছেন। খুব শিগগিরই হয়তো বন্ধ হয়ে যেতে পারে।