ভারতের মাটিতে ভারতের সঙ্গে লড়াই ক্রিকেটের সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। বাংলাদেশের জন্য এবার চ্যালেঞ্জটা ছিল আরও কঠিন।দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে নতুন এক ইতিহাসের জন্ম দিয়েছে বাংলাদেশ। টানা ৮বার হারের পর ভারতের বিপক্ষে ২০ ওভারের ক্রিকেটে বাংলাদেশের প্রথম জয়। তাও দলের দুই প্রাণভোমরা সাকিবল আল হাসান ও তামিম ইকবালকে ছাড়াই!
বাংলাদেশ ক্রিকেটের এই দিল্লি জয়ের উচ্ছ্বাস আছড়ে পড়েছে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে।
জয়ের পরপর সবচেয়ে আলোচনায় থাকা সাকিবল আল হাসান সতীর্থদের অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘চাপের মুখে দুর্দান্ত টিম পারফরম্যান্স! অভিনন্দন বাংলাদেশ! তোমরা এই জয়ের মাধ্যমে দেশকে এনে দিয়েছো একটি গৌরবময় মুহুর্ত।’
বাংলায় লেখা এই বার্তাটি পরে ইংরেজিতে অনুবাদ করেন সাকিব। মাত্র ১৬ মিনিটের মধ্যে সাকিবের সেই অভিনন্দন বার্তায় লাইক পড়ে ১ লাখ ১০ হাজার। মন্তব্য করেন ১২ হাজার জন। তার সেই অভিনন্দন বার্তার পোস্ট ফেসবুকে এই ১৬ মিনিটে শেয়ার করেন তিন হাজার ৬০০ জন।
তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক লিখেছেন, অভিনন্দন টিম বাংলাদেশ। দুর্দান্ত পারফর্মেন্স। সাফল্যের ধারা অব্যাহত থাকুক। #RiseOfTheTigers #Bangladesh
দেশের জনপ্রিয় পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, তুমি তোমার রং, তোমার চরিত্র দেখিয়েছ যখন প্রয়োজন। অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দল। দেখাতে থাকো তোমরা কি দিয়ে তৈরি।
দুই পর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম লিখেছেন, না সাকিব, না তামিম, না সাইফুউদ্দিন। মুশফিকুর রহিমের আরেকটি অসাধারণ ব্যাটসম্যানশিপ। একটি ঐতিহাসিক জয় বাংলাদেশের টাইগারদের।
ওসামা বিন নূর মজা করে লেখেন ,”আজকের খেলাটা কি স্টার স্পোর্টসে কখনো হাইলাইটস দেখানো হবে? ” এখন কি বসন্ত কাল??? পরিবেশটা সুন্দর না??? কোন হইচই আছে??? সে-bug তুমি কুথায়??? লেখেন সাংবাদিক ফাহাদ ফেরদৌস ।
আব্দুল্লাহ আল মামুন লিখেছেন, প্রথম রাতেই বিড়াল মেরেছে আমাদের টাইগাররা… সাবাশ।
এনামুল হক লিখেছেন, এক সাকিব নয়, ১১ সাকিব খেলেছে।
ড. আসিফ নজরুল লিখেছেন, আহ্! কতোদিনের অপেক্ষা আমাদের এ বিজয়ের জন্য। মুশফিক! মুশফিক!! মুশফিক!!!
ফখরুদ্দিন মেহেদী লিখেছেন, Viru পা জি, জিতেও আমাদের তেমন আনন্দ নাই। অন্যান্য জয়ের মতো এটাও আরেকটা জয় মাত্র। কিন্তু আপনার মতো লোকজন বরাবরের মতোই বিরক্তিকর। ওয়াকাত মে রাহিয়ে পিলিজ….
মাহফুজুর রহমান মুকুল লিখেছেন, #দিল্লির মসনদে আজ মুশফিকের রাজত্ব
এক ওভারে যখন মাত্র ৪ রান প্রয়োজন, তখনো বুকটা দুরুদুরু কাঁপছিল। আবারো সামনে ভারত, আবারো ক্রিজে দুই ভায়রা ভাই। বারবার ২০১৬ মাথায় উঁকি দিচ্ছিলো। নিদাহাস ট্রফির ফাইনালও চোখের সামনে ভাসছিল। বহু উৎকন্ঠা পেরিয়ে যখন স্বপ্নের জয়টা আসলো, তখন আনন্দের ভাষা হারিয়ে ফেলেছি।
বাংলাদেশের ক্রিকেট রসাতলে চলে যাচ্ছে মনে করে যেসব হতাশার মেঘ দেশের কোটি ক্রিকেট ভক্তের মনকে দুষিত করে দিচ্ছিলো, দিল্লির দূষিত বাতাস যেন সেসব দূষিত হতাশাগুলোকেই ধুয়ে দিলো।