অডিট আপত্তির পাওনা নিয়ে আরবিট্রেশনের জন্য মহামান্য রাষ্ট্রপতিকে উকিল নোটিশ দিয়েছে গ্রামীণফোনের মূল কোম্পানি টেলিনর।সম্প্রতি সিঙ্গাপুরের আইনি সংস্থার মাধ্যমে এ উকিল নোটিশ দেয় টেলিনর ।
বৃহস্পতিবার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে টেলিকম সাংবাদিকদের সংগঠন টিআরএনবির এক সভায় এ তথ্য জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
এই বিষয়ে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন তার ভেরিফায়েড ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছেন, সেখানে তিনি বলেন, এর আগে গত ২৪ নভেম্বর আপিল বিভাগ গ্রামীণফোনকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) দাবি করা ১২ হাজার ৫৯৭ কোটি ৯৬ লাখ টাকার মধ্যে দুই হাজার কোটি টাকা জমা দেওয়ার নির্দেশনা দিয়ে এ আদেশ দিয়েছেন।
গ্রামীণফোনের জন্ম থেকে ২০১৪ সালের ডিসেম্বর পর্যন্ত অডিট করে বিটিআরসি। বেসরকারি অডিটদের করা ওই নিরীক্ষায় অপারেটরটির কাছে ১২ হাজার ৫৯৭ কোটি ৯৬ লাখ টাকা কমিশনের পাওনা বলে উঠে আসে।
তিনি আরও বলেন কত বড় সাহস হলে গ্রামীনফোনের কোম্পানি রাষ্ট্রপতিকে আইনি নোটিশ দিতে পারে একটি কোম্পানি । তারা এতো বড সহস পেল কি করে ।
https://www.facebook.com/1474854672729216/videos/742515762925198/