বর্তমানে সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে ফেসবুক। ফেসবুক আইডি নেই এমন মানুষ খুঁজে পাওয়াই দুষ্কর। তবে জনপ্রিয়তার পাশাপাশি অভিযোগও রয়েছে ফেসবুককে ঘিরে। ফেসবুকে আইডি খোলা খুবই সহজ, এই সুযোগে গুজব ছড়াতে বা উদ্দেশ্য হাসিল করতে ওয়েবসাইটটিতে সক্রিয় আছে প্রচুর ভুয়া আইডি। সম্প্রতি জানা গেছে, ফেসবুকে ভুয়া আইডির সংখ্যা সাড়ে ২৭ কোটি। খুব শীঘ্রই ফেসবুক কর্তৃপক্ষ এই আইডিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে।
উল্লেখ্য, ফেসবুক কর্তৃপক্ষের তথ্য বলছে, ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ফেসবুকের নিয়মিত মাসিক ব্যবহারকারীর সংখ্যা ছিল ২৫০ কোটি। ২০১৯ সালে ফেসবুকের ব্যবহারকারী এর আগের বছরের তুলনায় বেড়েছে। এতে ভারত, ইন্দোনেশিয়া ও ফিলিপিন্সের ব্যবহারকারীরা সবচেয়ে বড় ভুমিকা রেখেছে। যে সাড়ে ২৭ কোটি ভুয়া অ্যাকাউন্ট সেখানে এগিয়ে আছে ফিলিপিন্স ও ভারত।