সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় বিশ্বনেতাদের মধ্যে অন্যতম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটারে তার ৫.৩ কোটির বেশি ফলোয়ার। অথচ তিনিই কিনা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন?
ভারতের সংবাদমাধ্যম আউটলুক ইন্ডিয়ার প্রতিবেদন এমনটাই বলছে। শুধু ফেসবুক পেজে লাইক সংখ্যার নিরিখে তার থেকে অনেক পিছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অথচ সেই সামাজিক যোগাযোগ মাধ্যমকেই নাকি বিদায় জানানোর চিন্তা করছেন মোদি!
তবে এ বিষয়ে মোদির দপ্তর থেকে এখনও খোলসা করে কিছু জানানো হয়নি।
শুধু প্রধানমন্ত্রী মোদির অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে এক টুইটে লেখা হয়েছে, ‘এই রবিবার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ছেড়ে দেওয়ার কথা চিন্তাভাবনা করছি। এই বিষয়ে বিশদে জানাতে থাকব।’