সামাজিক মাধ্যম জায়ান্ট ফেসবুক নতুন মেসেজিং অ্যাপ উন্মোচন করেছে। ‘টিউনড’ নামের নতুন এই অ্যাপটি যুগলদের জন্য খুবই যুৎসই, এমনটাই জানিয়েছে প্রতিষ্ঠানটি।
নতুন অ্যাপটির মাধ্যমে শুধু চ্যাটিং নয়, ছবি ও গানও শেয়ার করা যাবে। নিজেদের শেয়ার করা স্মৃতিগুলো নিয়ে একটি টাইমলাইনও পাবেন গ্রাহকরা। তবে অ্যাপটি ব্যবহারের জন্য ফেসবুক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক নয়।
ফেসবুক জানিয়েছে, টিউনড স্বতন্ত্র একটি অ্যাপ হিসেবে চলবে। অ্যাপটির ব্যবহারকারীকে ফোন নম্বর দিয়ে একজনকে অ্যাড করতে হবে। কানেক্টেড হলে ছবি, ভয়েস মেমো ও ইমোজি পাঠানো যাবে। তবে ডেটা পলিসি ফেসবুকের থেকে ভিন্ন হবে না।
‘টিউনড’ নামের অ্যাপটি বানিয়েছে ফেসবুকের নিউ প্রডাক্ট এক্সপেরিমেন্টেশন (এনপিই) দলের কয়েকজন মিলে। শুরু থেকে নতুন সামাজিক মাধ্যম পণ্য বানানোই এই দলের কাজ। অ্যাপটি নিয়ে এনপিই বলছে, “এই অ্যাপটির মাধ্যমে আপনি এবং আপনার সঙ্গী নিজেদেরকে মেলে ধরতে পারবেন।”
আপাতত শুধু যুক্তরাষ্ট্র ও কানাডার আইওএস ব্যবহারকারীরা অ্যাপটি ব্যবহার করতে পারবেন। সেন্সর টাওয়ারের পক্ষ থেকে বলা হয়েছে, সামাজিক মাধ্যম শ্রেণিতে যুক্তরাষ্ট্রে ৮৭২ এবং কানাডায় ৫৫০ অবস্থানে রয়েছে টিউনড।