প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, নড়াইল-২ আসনের মাননীয় সাংসদ মাশরাফি বিন মর্তুজা। জ্বর থাকায় ১৮ জুন করোনা পরীক্ষার জন্য নমুনা দেন তিনি।
গতকাল শুক্রবার (১৯ জুন) রিপোর্ট জানানো হয়। রিপোর্টে পজেটিভ হন এই সংসদ সদস্য। তবে মাশরাফী শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানা গেছে। বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
জাতীয় দলের পেশার রুবেল হোসেন মাশরাফির করোনাক্রান্তের একটি খবর শেয়ার করে ফেসবুকে লিখেছেন, ‘খবরটি শুনে খুবই শকড হয়েছি। আশাকরি খুব দ্রুতই সুস্থ হয়ে যাবেন মাশরাফি ভাই। সবাইকে মাশরাফি ভাইয়ের সুস্থতার জন্য দোয়া করতে অনুরোধ করছি।’
মাশরাফীর ঘনিষ্ঠ বন্ধু বাবলুর সাথে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন একবার পরীক্ষায় ফলাফল পজিটিভ এসেছে। তবে নিশ্চিত হওয়ার জন্য আরেক দফা টেস্ট করানো হবে বলে জানান বাবলু।
এর আগে মাশরাফী শ্বশুরী ও স্ত্রী সুমনা হক সুমির বড় বোন রিক্তা করোনায় পজিটিভ হন।
মূলত ফেসবুকে এখন প্রায় সবার টাইম লাইনে মাশরাফির করোনা আক্রান্তের খবরই প্রাধান্য পেয়েছে। সবাই সবার কাছে দোয়া চাইছেন মাশরাফির করোনামুক্তির জন্য।