নপ্রিয় যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে এখন একসঙ্গে চারটি স্মার্টফোন থেকে লগ ইন করতে পারবেন ইউজাররা।
তথ্য প্রযুক্তি সংক্রান্ত ওয়েবসাইট WABetaInfo-র রিপোর্ট অনুযায়ী শেষ পর্যায়ের কাজ চলছে। তবে ইতোমধ্যেই চ্যাট হিস্ট্রি, চ্যাট মিউট করার ফিচার্স এবং মেসেজ ডেলিভারির মতো ফিচার্সের কাজ শেষ।
এছাড়াও ডেস্কটপের জন্য বিশেষ ইউজার ইন্টারফেস বা UI-এর উপরও WhatsApp কাজ করছে বলে জানা গেছে। নিজেদের সোশ্যাল মিডিয়ায় সেই নয়া UI-এর ইঙ্গিত দিয়ে একটি স্ক্রিনশটও শেয়ার করেছে WABetaInfo। জানা গেছে, নয়া UI লাইভ হলে ডিভাইস টু ডিভাইস ডেটা শেয়ারিং লাইভ হতে পারে।
বর্তমানে ১৮০টি দেশের ১৫০ কোটি মানুষ WhatsApp ব্যবহার করেন। এদের মধ্যে বিশ্বের ১০০ কোটি দৈনিক এই মেসেজিং অ্যাপ ব্যবহার করে থাকেন।