ফটো শেয়ারিং প্লাটফর্ম ইনস্টাগ্রাম ‘ইনস্টাগ্রাম শপ’ চালু করেছে। ‘ইনস্টাগ্রাম শপ’ এর মাধ্যমে ব্যবহারকারীরা কোন অ্যাপ্লিকেশন ছাড়াই ব্র্যান্ড ও নির্মাতাদের পণ্য খোঁজা ও কেনাকাটা করতে পারবেন।
ইনস্টাগ্রাম জানিয়েছে, কোন অ্যাপ্লিকেশন ছাড়াই আপনি সরাসরি ইনস্টাগ্রামে কোন পণ্য কিনতে পারবেন। এবং চলতি বছরের শেষের দিকে আমরা নেভিগেশন বারে একটি নতুন শপ ট্যাব যুক্ত করছি। যাতে আপনি কেবল একবার ট্যাপ করেই ইনস্টাগ্রাম শপটিতে যেতে পারেন।
ইনস্ট্রগ্রামে অর্গানিক কাস্টমার পেয়ে থাকবেন । ফেসবুকে অনেক ভুয়া কাস্টমার পেয়ে থাকেন। যা ইনস্টাগ্রামে সচরাচর অনেক কম।
এই ফিচারটি অ্যাপ্রুভ হতে যা যা প্রয়োজন:
১.আপনার কাছে ইনস্টাগ্রাম অ্যাপের সর্বশেষতম সংস্করণ রয়েছে তা নিশ্চিত করুন।
২.আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি একটি ব্যবসায়িক প্রোফাইলে রূপান্তর করুন।
৩.আপনার অবশ্যই ফেসবুকের শপ সাথে সম্পর্কিত একটি পণ্য ক্যাটালগ থাকতে হবে।
৪.আপনাকে অবশ্যই যোগ্য ফিজিক্যাল প্রোডাক্ট থাকতে হবে, অর্থাত কোনও পরিষেবা নেই।