নীতিমালা অমান্য করার দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর ফেসবুক পেইজ থেকে একটি পোস্ট সরানোর পাশাপাশি চ্যাটবট বাতিল করেছে সামাজিক মাধ্যম জায়ান্ট প্রতিষ্ঠানটি।
বিবিসি’র প্রতিবেদন বলছে, ৬০ বছর বা তার বেশি বয়সী যেসব বন্ধু বা আত্মীয় করোনাভাইরাসের টিকা পাননি তাদের বিস্তারিত তথ্য দিতে বলা হয়েছিলো ওই অ্যাকাউন্ট থেকে।
নেতানিয়াহু এসব গ্রাহককে রাজি করাতে হয়তো কল করতে পারেন বলেও পোস্টে উল্লেখ করা হয়েছে।
ফেসবুক ইসরায়েলের দাবি, ব্যক্তিগত চিকিৎসা তথ্য বিষয়ের নীতিমালা অমান্য করেছে প্রধানমন্ত্রীর এই অনুরোধ।
“আমাদের গোপনতা নীতিমালা অনুযায়ী, গ্রাহকের চিকিৎসা তথ্য শেয়ার করে বা তথ্য চায় এমন কনটেন্টের অনুমোদন আমরা দেই না,” বলেছে ফেসবুক।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এক সপ্তাহের জন্য বন্ধ করা হয়েছে চ্যাটবট। এই মেসেজিং টুলে মানুষের বদলে কম্পিউটার গ্রাহকের লাইভ বার্তার জবাব দেয়।
নীতিমালা অমান্য করার অভিযোগে এবারই প্রথম সমস্যার মুখে পড়েনি নেতানিয়াহুর ফেসবুক অ্যাকাউন্ট।
২০১৭ সালের সেপ্টেম্বরে নির্বাচনী প্রচারণা এবং নির্বাচনের সময় দুই দফা বাতিল হয়েছিলো চ্যাটবট।
টিকাদান কার্যক্রম নিয়ে ইসরায়েল যখন দ্রুত গতিতে সামনে এগোচ্ছে তখনই নতুন সমালোচনা সামনে এসেছে। বিশ্বে সবচেয়ে দ্রুত গতিতে টিকা দিচ্ছে ইসরায়েল। এখন ১৬ থেকে ১৮ বছর বয়সীদেরকে টিকা দেওয়ার লক্ষ্যে এগোচ্ছে দেশটি।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, ১৯ ডিসেম্বর থেকে শুরু করে ইসরায়েলের ৯০ লাখ বাসিন্দার এক চতুর্থাংশ অন্তত এক ডোজ ফাইজার টিকা পেয়েছেন।