ফেসবুক মালিকানাধীন হোয়াটসঅ্যাপ নতুন সুরক্ষা ফিচার আনছে। এ ফিচারের মাধ্যমে ক্লাউডে চ্যাটিং এনক্রিপ্টেড হয়ে থাকবে। শুধু ব্যবহারকারীই সেগুলো দেখতে পাবেন।
হোয়াটসঅ্যাপ মূলত অ্যান্ড-টু-অ্যান্ড এনক্রিপশন দিয়ে সুরক্ষিত। কিন্তু তা গুগল ড্রাইভ ও অ্যাপল ক্লাউডে থাকা ব্যাকআপের বেলায় খাটে না। তাই ক্লাউড ব্যাকআপ এনক্রিপশন নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ।
ডব্লিউএবেটাইনফো জানিয়েছে, ক্লাউডে চ্যাটিং এনক্রিপ্টেড করার ফলে পাসওয়ার্ড ব্যক্তিগত হবে এবং হোয়াটসঅ্যাপে পাঠানো হবে না। ভবিষ্যতে আইওএস এবং অ্যানড্রয়েডের জন্যও এমন সুবিধা আনবে সংস্থাটি।
এর আগে হোয়াটসঅ্যাপের ডেস্কটপ সংস্করণে যোগ করা হয়েছে ভয়েস এবং ভিডিও কলিংয়ের সুবিধা। এরই মধ্যে অসংখ্য ব্যবহারকারী আপডেটের মাধ্যমে ফিচারটির সুবিধা নিতে পারছেন।
ফেসবুকের মালিকানাধীন অ্যাপটি জানিয়েছে, ম্যাক এবং উইন্ডোজ ব্যবহারকারীরা বর্তমান সময়ে ওয়ান-টু-ওয়ান কলে কথা বলতে পারবেন। তবে গ্রুপকলের সুবিধা পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
মে মাসের ১৫ তারিখ থেকে নতুন গোপনতা নীতি প্রয়োগ করতে যাচ্ছে ফেসবুক। ব্যাপারটি নিয়ে এরই মধ্যে বিভিন্ন দেশের ব্যবহারকারী ও সরকার উদ্বেগ প্রকাশ করেছে, মূল প্রতিষ্ঠান ফেসবুকের সঙ্গে ডেটা শেয়ারের ব্যাপারটি মেনে নিতে পারছেন না অনেকেই। হোয়াটসঅ্যাপ এখনও এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।