ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সংগে চলমান সংঘর্ষে সমর্থন দেওয়ায় ২৫ দেশকে ধন্যবাদ জানিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। রবিবার (১৬ মে) টুইটারে দেশগুলোর পতাকার ছবি দিয়ে ধন্যবাদ জানান তিনি।
টুইটে নেতানিয়াহু বলেন, ইসরাইলের পাঁশে অটলভাবে দাঁড়ানো এবং সন্ত্রাসী হামলা থেকে আমাদের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করার জন্য ধন্যবাদ।
টুইটে যুক্তরাষ্ট্র, আলবেনিয়া, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, ব্রাজিল, কানাডা, কলম্বিয়া, সাইপ্রাস, জর্জিয়া, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, স্লোভেনিয়া এবং ইউক্রেনসহ ২৫টি দেশের পতাকার ছবি দিয়েছেন তিনি। তবে এখানে ভারতের বিষয়টি এড়িয়ে গেছেন।
ভারতীয় রাজনৈতিক নেতা থেকে শুরু করে সরকারের বিভিন্ন পর্যায়ের লোকজন সামাজিকমাধ্যমে ইসরাইলকে সমর্থন করে পোস্ট করছেন। তবে ভারত সরকার চলমান সংঘর্ষের বিষয়ে এমন কোনো বিবৃতি বা বক্তব্য দেয়নি যা সরাসরি তাঁদের গুরুত্বপূর্ণ মিত্র ইসরাইলের পক্ষে যায়।
🇺🇸🇦🇱🇦🇺🇦🇹🇧🇦🇧🇷🇧🇬🇨🇦🇨🇴🇨🇾🇨🇿🇬🇪🇩🇪🇬🇹🇭🇳🇭🇺🇮🇹🇱🇹🇲🇩🇳🇱🇲🇰🇵🇾🇸🇮🇺🇦🇺🇾
Thank you for resolutely standing with 🇮🇱 and supporting our right to self defense against terrorist attacks.— Benjamin Netanyahu – בנימין נתניהו (@netanyahu) May 15, 2021
সংঘর্ষ শুরুর পর গত ১১ মে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক সভায় ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস ত্রিমূর্তি বলেন, দুই পক্ষেরই উচিৎ পরিস্থিতি উপলব্ধি করে শান্ত থাকা।
এদিকে গত ১০ মে থেকে ইসরাইলের লাগাতার বিমান হামলায় শেষ খবর পাওয়া পর্যন্ত ১৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এরমধ্যে অন্তত ৪১ জন শিশু। হামলায় আহত হয়েছেন আরও এক হাজারেরও বেশি মানুষ। এছাড়া দুই পক্ষের সংঘর্ষ শুরু পর অধিকৃত পশ্চিমতীরে অন্তত ১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। অপরদিকে ফিলিস্তিনিদের হামলায় ১০ ইসরাইলি নিহত হয়েছেন বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।